এথেনিক ফ্যাশনে লেটেস্ট ট্রেন্ড কী?

বাঙালির উৎসবের সাজ মানেই এথেনিক মাস্ট! এথেনিক ফ্যাশনে লেটেস্ট ট্রেন্ড কী? ট্র্যাডিশন্যাল ও ট্রেন্ডির মিশেলে কীভাবে পরবেন, কীভাবে ক্যারি করবেন এথেনিক পোশাক, টিপস দিলেন ডিজাইনার অনির্বাণ মিস্ত্রি ও জয় মুখোপাধ্যায় (Anirban Mistry & Joy Mukherjee, Designer)

তাঁরা জানিয়েছেন, বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর উৎসব পার্বণে এথেনিক মাস্ট। ট্র্যাডিশন্যাল এথেনিক পোশাক সব সময় আলাদা আভিজাত্য আনে। চোখ টেনে আলাদা করে। কখনই পুরনো হয় না। তবে এথেনিক পোশাকে অনেক বদল এসেছে।  প্যাটার্ন, স্টাইল সবেতেই। সেভাবেই ফর্ম ভেঙে এখন এথেনিক হয়ে উঠেছে ট্রেন্ডি। এবারের এথেনিক ফ্যাশনে লেটেস্ট ট্রেন্ড ফ্লোরাল প্রিন্ট। মাল্টিকালার, এনিম্যাল, ভাইব্রেন্ট যে কোনও ধরনের প্রিন্টেড কালেকশন এবার ইন। চান্দেরি ফেব্রিক নিয়েও কাজ হচ্ছে। ট্রেন্ডি হবে লাইট আর কমফোর্টেবল এমন হবে যা ক্যারি করতেও সুবিধা হবে। ফ্যাশন আসলে যা পরে মানুষ আরাম বোধ করবে। ক্যারি করতেও সুবিধা হবে। সেটা না হলে পার্সোনালিটি ড্রপ করবে। 'শাড়ি পরলে বয়স্ক লাগে'- এমন ধারণা ঠিক নয়। শাড়ি দেশের হাজার বছরের ঐতিহ্য। অজস্ৰ তার বৈচিত্র। ক্যাজুয়াল থেকে ফরম্যাল সবরকম ভাবে পরা যায় শাড়ি। শাড়ি আসলে খুব বড় একটা ক্যানভাস। শীতকালে পাঞ্জাবী পরলে তার সঙ্গে জহর কোট ট্রাই করা যায়। লঙ কোট পরা যায়। ধুতি নিয়েও অনেক ফর্ম ভাঙা কাজ চলছে ফ্যাশন দুনিয়ায়। এথেনিকে নানারকম ট্রাউসার চলছে। শাড়ির ক্ষেত্রে বলা যায় শাড়ি পরলেই সোয়েটার পরতে হবে এমন নয়। শীতে জুটের তৈরি মোটা ফ্যাব্রিকের বিভিন্ন ধরনের কোট পরা যেতে পারে।

আমাদের দেশে যেহেতু সব ধরনের ঋতু বৈচিত্র আছে তাই ঋতুর ফ্যাশনে সুবিধা ও অনেক বিকল্পও আছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...