দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম হল শিক্ষা। তাই দেশের শিক্ষার আগ্ৰতীর জন্য যেমন শিক্ষা ব্যবস্থার মান উন্নতির প্রয়োজন ঠিক তেমনি শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মান দেওয়ার জরুরি। আর সেই জন্য সেরা শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মান জানাতে প্রতি বছর 'গুরুকুল অ্যাওয়ার্ড শো'র আয়োজন করে 'লাইন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322B2'। যদিও গত দু' বছর করোনা পরিস্থিতির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আবার এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন 'লাইন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322B2'র সদস্যরা। এই অনুষ্ঠানে কলকাতার বিভিন্ন স্কুল ও কলেজের সেরা শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি পুরস্কার।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন 'লাইন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322B2'র সদস্যরা। যাদের মধ্যে অন্যতম হলেন ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর কনক কুমার দুগ্গার, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট গোপাল কেদিয়া, নিতিন আগরওয়াল, বিবেক আগরওয়াল, বিকাশ চোরারিয়া, সেক্রেটারি মনিশঙ্কর দাস ছাড়াও আরও অনেকে। লাইন্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।