জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮ এর অনুষ্ঠানে আমাদের ষ্টুডিও তে উপস্থিত ছিলেন গ্রিনপার্ক ব্লক বি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮ এর অনুষ্ঠানে আমাদের ষ্টুডিওতে উপস্থিত ছিলেন গ্রিনপার্ক ব্লক বি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট তপন চক্রবর্তী, সদস্যা রিঙ্কি চ্যাটার্জী ও সদস্য সুব্রত চ্যাটার্জীর কাছ থেকে জানা গেলো তাদের পুজোর কথা। সঞ্চালিকা অরণীর সাথে জেনেনিলাম এবারের তাদের পুজোর থিম সহ নানা গল্প। ২৯ বছরের পুরোনো পুজো তাদের, যেখানে প্রথমে সাবেকি পুজো ছিল, কিন্তু গত ১২ বছর এর বেশি হলো তারা থিম পুজো শুরু করেছেন এবং এখনো করে চলেছেন। এবারে তাদের থিম হলো ' মুখ না মুখোশ, চিনলে তবে চলার পথটি সুগম হবে'। থিম  শিল্পী মানব বাগচী ও প্রতিমা শিল্পী তরুণ পাল এর যুগ্ম  প্রচেষ্টায় তাদের এই অভিনব চিন্তাভাবনা মণ্ডপ সজ্জায় ও প্রতিমার মধ্যে দিয়ে প্রকাশিত হতে চলেছে। মুখোশ পরে থাকা মানুষের থেকে দূরে থাকার  কথাই তারা থিম এর মধ্যে দিয়ে বলতে চাইছেন  এবং মা দূর্গা যেন সকল কে এভাবেই সাহায্য করেন মুখোশরুপী মানুষের আসল পরিচয় ধরিয়ে দিতে। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এই পুজোর মধ্যে দিয়ে রক্তদান শিবির ও বৃক্ষরোপন এর মতো সামাজিক কাজ ও করে থাকেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...