রহস্যে ভরপুর জনি ও বনি'র গল্প। নিজেদের স্বপ্ন পূরণ করাই মূল লক্ষ্য গল্পের দুই চরিত্র 'জনি ও বনি'। একদিকে জনি ওরফে জনার্দন, সে চায় পুলিশ অফিসার হিসেবে নিজেকে প্রমাণ করতে। অন্যদিকে বনি এক সদ্য কিশোর। তার স্বপ্ন দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার। জনিকে দায়িত্ব হয় রাজনীতিবিদ প্রমোদ সেনের নিরাপত্তার। সেখানে নিরাপত্তার দায়িত্ব সামলানোর পাশাপাশি প্রমোদ সেনের বাড়ির কাজও করতে হয় তাকে। অনেক চেষ্টার পরেও ইচ্ছাপূরণ না হওয়ায় ভেঙে পড়ে। সেই সময় জনির বাড়িতে হাজির হয় তার স্ত্রী আঁখির দিদির ছেলে বনি। কলকাতায় একটা দাবা টুর্নামেন্টে অংশগ্ৰহণ করতে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে সে।
গল্পের শেষে কি তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে? সেই প্রশ্নের উত্তর জানতে দেখে নিতে হবে পরিচালক অভিজিৎ চৌধুরীর 'জনি বনি' ওয়েব সিরিজটি।
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় 'জনি বনি'র প্রিমিয়ার। উপস্থিত ছিল 'জনি বনি' ওয়েব সিরিজের টিম।
জনির চরিত্রে অভিনয় করেছেন দেবাশীষ মন্ডল ও বনির চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিত মজুমদার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকা দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, শুভস্মিতা মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে, তুষিতা বন্দোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের। এই সিরিজ পরিচালনা, কাহিনী, চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন অভিজিৎ চৌধুরী।