বরাবরই রূপচর্চা ও সাজগোজ নিয়ে একটা উৎসাহ রয়েছে বাঙালিদের। বিশেষ করে আজকের যুগে নারী এবং পুরুষ উভয়েই নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলতে চান। ওয়েস্টার্ন আউটফিট হোক বা এথনিক ডিজাইনের আউটফিট। দুই ধরনের আউটফিট আজ বাঙালি নারী-পুরুষদের মধ্যে খুব জনপ্রিয়। বিয়ে বা অন্য উৎসব যে এথনিক ডিজাইন ছাড়া চলবে না। তাই এথনিক ডিজাইনের বিভিন্ন আউটফিটের খোঁজে বাঙালি আসেন 'অর্কিডস বুটিক অ্যান্ড প্রমিত ক্রিয়েশনস'-এ(Orchids Boutique And Pramit Creations)। এতদিন শুধু মাত্র উত্তর কলকাতায় তাদের আউটলেট স্টোর ছিল। ২০২৩ সালের প্রথম দিনেই তারা নিজেদের নতুন আউটলেটের উদ্বোধন করেছেন দক্ষিণ কলকাতার ট্র্যাঙ্গুলার পার্কে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ও প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দোপাধ্যায় আর সঙ্গীত শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।
সঙ্গীত শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী বলেছেন, বর্তমানে সারা কলকাতায় তাদের দুটো স্টোর রয়েছে। খুব শীঘ্রই এটা দুটো থেকে দুশোটা হবে। 'অর্কিডস বুটিক অ্যান্ড প্রমিত ক্রিয়েশনস'-এর পাঞ্জাবী পরেই তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। গান ও পোশাকের অলঙ্কারের মধ্যে একটা মিল রয়েছে যা তাঁর খুব পছন্দের। সেই কারণেই এই 'অর্কিডস বুটিক অ্যান্ড প্রামিত ক্রিয়েশনস'-এর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।