'তালপাতার সিপাই 'এর দেশে এবার গোলাঘাটা সম্মিলনী

পূজার আড্ডা দিতে  জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিল 'গোলাঘাটা সম্মিলনী' ক্লাবের সহকারী সচিব  ও মিডিয়া কোয়ানেটেড। সঞ্চালিকা রিয়ার সঙ্গে পুজোর আড্ডায় উঠে এল তাদের পুজো ও ক্লাব সম্পর্কে নেপথ্য কথা। ১৯৭৫ সাল থেকে ক্লাবের পথ চলা শুরু ।দীর্ঘ ৪০ বছরের পথ অতিক্রম করে ৪১ বছরে পদার্পন করলো তাদের পুজো। প্রথমের দিকে থিমে পুজোর সাথে তারা লিপ্ত থাকলেও বিগত ৪ বছর ধরে সমকালীন শিল্প থিম  পুজোর সঙ্গে যুক্ত হয়েছেন তারা। এবছরে তাদের থিম ,'তালপাতার সিপাই '।এই থিমটির মাধ্যমে তারা সমাজে একটা বাস্তব দিককে তুলে ধরতে চেয়েছেন ।রোজকার জীবনে ইঁদুর দৌঁড় দৌড়াচ্ছি আমরা সেখানে কোথাও হারিয়ে গেছে আমাদের ব্যাক্তি স্বাধীনতা ও পরপোকারিতা। সমাজ পুরোপুরি হয়ে উঠেছে ব্যাক্তি কেন্দ্রীক  জীবন। সেই জীবন ধারাকেই দেখানও হয়েছে তালপাতার সিপাই রূপে। ব্যাক্তি কেন্দ্রীক  জীবন যাত্রা আমারদেরকে পুতুল করে তুলেছে। সেই জীবনকেই ব্যাঙ্গাত্মক অর্থ হিসেবেই তুলে ধরেছেন থিমের রুপোকার স্বরূপ নন্দী। পোড়া মাটি,কাগজও, অরগানিক রং ইত্যাদির ব্যবহার করে গড়ে উঠেছে মণ্ডপটি। এছাড়াও দর্শনার্থীদের সুবিধার জন্য রয়েছে নানা সুব্যাবস্থা । চতূর্থীর দিন উদ্ভোদন হবে এই নিদারুন মণ্ডপটির। ৮ থেকে ৮০ সকল দর্শনার্থীর যে মন স্পর্শ করবে সে নিয়ে আসাবাদী ক্লাবের সদ্যসরা। নিদারুন শিল্পকলা দেখতে হলে আপনাকে আসতেই হবে 'গোলাঘাটা সম্মিলনী' পুজোমণ্ডপে। শিয়ালদহ থেকে ট্রেনে করে উল্টোডাঙা নেমে পায়ে হাঁটা পথে পৌঁছে যেতে পারেন গোলাঘাটা সম্মিলনী ক্লাবের পূজা মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...