ভারী মেকআপের কারণে ত্বক কী ভাবে ক্ষতিগ্রস্থ হয়? ক্লান্তিভাব কাটিয়ে দীপাবলির আগে ত্বক ঝকঝকে করে তুলবেন কী ভাবে? ত্বকের প্রতিদিনের যত্নে কোন কাজগুলি অবশ্যই করা উচিত? স্কিন কেয়ার টিপস দিলেন মিসেস ইন্ডিয়া ইউনিভার্স ২০১৯ সৌমি দত্ত (Soumi Dutta, Mrs India universe (Kolkata 2019))
হাইলাইটসঃ
১। মেকআপ ভালোভাবে ত্বক থেকে রিমুভ করতে হবে
২। মুখের চটজলদি গ্লো-এর জন্য কাঁচা দুধ উপকারী
৩। ত্বকের যত্নে কোন কাজগুলি অবশ্যই করা উচিত?
দীপাবলি স্পেশাল টিপসঃ
মেকআপ করতে অনেকেই খুব পছন্দ করেন। কিন্তু ত্বক সুন্দর দেখানোই যথেষ্ট নয়, ত্বক ভালো রাখাটাও জরুরী। সেই কারণে মেকআপ করার পরে ভালোভাবে সেটি ত্বক থেকে রিমুভ করতে হবে। এরপর ক্লিনজিং, টোনিং ও মশ্চারাইজিং করতে হবে।
এছাড়াও ত্বক ভালো রাখার জন্য সেটি হাইড্রেটেট রাখতে হবে। এই জন্য বেশি করে জল খেতে হবে। কিন্তু ত্বকের যত্নে দুপুরবেলা বাইরে যাওয়ার সময় অবশ্যই সান্সক্রিম ও রাতের জন্য পছন্দসই টোনার ব্যবহার করতে হবে।
ঘরোয়া ভাবে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
আমরা ত্বকের যত্ন নেওয়ার জন্য বেশিরভাগ সময়ই বাজারের প্রোডাক্টের উপর নির্ভর করি। কিন্তু এর জন্য ঘরোয়া টোটকা খুব উপকারী। অনেকেই ফল খেতে খুব পছন্দ করেন। ফল খাবার সময়ই যদি সেই ফল পেস্ট বানিয়ে মুখে মেখে নেন, তবে এটি ত্বককে খুব উজ্জ্বল করবে।
এছাড়াও মুখের চটজলদি গ্লো-এর জন্য কাঁচা দুধ খুব উপকারী। প্রথমে কাঁচা দুধ কটন বলের সাহায্যে মুখে লাগিয়ে নিতে হবে। এরপর ১০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এর ফলে ত্বক উজ্জ্বল হয়।