কেমন হবে অফিস পার্টির সাজ-স্টাইলিং

অফিস পার্টি। শুনলেই মন চনমনে হয়ে ওঠে। কিন্তু পরক্ষণেই চলে আসে টেনশন আর ভাবনা! পার্টির উপলক্ষটাই বা কী! কারা আসবে! ঘরোয়া অফিস পার্টি নাকি হাই ভোল্টেজ ব্যাপার স্যাপার! কেমন হবে অফিস পার্টির সাজ! কমপ্লিট ওয়েস্টার্ন নাকি স্টাইলিশ এথেনিক। কতত কনফিউশন! সে সব পর্ব পেরিয়ে তবেই হয়ে ওঠা সেন্টার অব এট্রাকশন। কেমন হবে অফিস পার্টির সাজ-স্টাইলিং, টিপস দিলেন গ্ৰুমিং এক্সপার্ট ও মডেল মেকার অনিতা দত্ত।

গ্ৰুমিং এক্সপার্ট ও মডেল মেকার অনিতা দত্ত জানিয়েছেন, অনেক সময় এমন হয় যে অফিস থেকে কোনও পার্টিতে যেতে হয়। তবে যে ধরনের পার্টি হবে আমাদের লুকও সে ভাবেই করতে হবে। যদি সেটা অফিস পার্টি হয়ে তাহলে আমাদের ফরম্যাল লুকই করতে হবে। এছাড়াও যদি দিনের বেলা পার্টি থাকে তাহলেও লুকটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে। তবে ক্যাজুয়াল পার্টিতে যে কোনও ড্রেস পরা যায়। ছেলেদের ক্ষেত্রে ট্যাকড ইন  না করে ফর্মাল শার্ট পরা যেতে পারে। তুমি নিজেই নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারো।  মেয়েদের ক্ষেত্রে নো-মেকআপ লুক তোমাকে এক্সট্রা গ্ল্যামার লুক এনে  দিতে পারে। তবে একটা হাইলাইটার ও কনসিলার ব্যবহার করা অবশ্যই জরুরি। আর ছেলেদের জন্য একটা হেয়ার ভ্যাক্স, রিস্ট ওয়াচ ও পারফিউম রাখা দরকার।

ফর্মাল পার্টিতে ট্যাকড ইন করে শার্ট ও ট্রাউজারের সঙ্গে একটা ক্যাজুয়াল শ্যু পরা যেতে পারে। তবে শার্টটি ট্যাকড ইন না করলেও চলবে। একটা শার্টের উপর একটা ব্লেজারও পরা যেতে পারে।

ক্লাব পার্টি বা হাউস পার্টিতে গেলে একটা টি-শার্ট, জিন্স পরা যেতে। তবে টি-শার্টের উপর একটি ব্লেজারও ব্যবহার করা যেতে পারে। তার সঙ্গে অবশ্যই একটা হ্যান্ড ওয়াচ ও সানগ্লাস রাখা খুবই জরুরি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...