সঠিক প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের চাকরির সুযোগ করে দিতে 'জর্জ টেলিগ্ৰাফ ট্রেনিং ইনস্টিটিউট', সম্প্রতি তাদের শিয়ালদহ ক্যাম্পাসে 'চাকরির মেলা' নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছাত্র-ছাত্রীদের চাকরির ব্যবস্থা করাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর, জর্জ টেলিগ্ৰাফ গ্ৰুপের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত ও পশ্চিমবঙ্গ ও দেশের অন্যান্য রাজ্যের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। জর্জ টেলিগ্ৰাফের তরফ থেকে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর ও এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত।
মন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, "জর্জ টেলিগ্ৰাফ বরাবরই এই কাজ করে আসছে। এবার সরকারি ভাবেও উদ্যোগ নেওয়া হয়েছে। দশ হাজারের বেশি ছেলে-মেয়েদের চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে। এখনও রাজ্যে বেশি কিছু জেলার বিভিন্ন সরকারি বিভাগে ছেলে-মেয়েদের নেওয়া হবে। পশ্চিমবঙ্গে প্রতিভার অভাব নেই। সেই প্রতিভাকে খুঁজে বের করাই জর্জ টেলিগ্ৰাফের কাজ।"
অন্যদিকে জর্জ টেলিগ্ৰাফের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত বলেছেন, "জর্জ টেলিগ্ৰাফের আন্ডার পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট কর্পোরেট কমিউনিকেশন সেল ও প্লেসমেন্ট রয়েছে। তাই জর্জ টেলিগ্ৰাফ বরাবরই ছাত্র-ছাত্রীদের চাকরি ব্যবস্থা করার দিকেই বেশি নজর দিয়ে এসেছে। এবছর 'চাকরির মেলা' অনুষ্ঠানে প্রায় একশোর বেশি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। তাঁরা ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউ নিয়েছেন।"