গ্যাসের ব্যথা না কি হার্ট অ্যাটাকের উপসর্গ, বুঝবেন কী ভাবে?

গ্যাসের ব্যথা না কি হার্ট অ্যাটাকের উপসর্গ, বুঝবেন কী ভাবে? ব্যথার ধরন বুঝে সতর্ক হবেন কী ভাবে? বিস্তারিত জানালেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ রাজা রায় (Dr Raja Ray,Consultant Interventional Cardiologist)

বুকের বাঁ দিকে ব্যথা হলে সেটা হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা- ব্যথা নিয়ে অনেক ভুল ধারণা আছে। বিশেষ করে ভারত ও বাঙালিদের মধ্যে খুব বেশি। হার্টের ব্যথাকে গ্যাসের ব্যথা ভেবে মৃত্যুর ঘটনাও ঘটে। গুরুপাক খাওয়াদাওয়া, বদহজমের কারণে যে ব্যথা তা জ্বালা ধরনের শূলের ব্যথা, ধরনও আলাদা। ওপর দিকে অ্যাসিড উঠে আসে সেই কারণে হয়। গ্যাস থেকে বুকের ব্যথা খুব কম হয়। চল্লিশের পর হার্টের সমস্যা কমন। তাই বয়স্ক মানুষের বুকে ব্যথা হলে কখনই তা গ্যাসের ব্যথা ভাবা উচিত নয়। মানুষের ধারণা হার্ট যেহেতু একটু বাম দিক ঘেঁষা তাই হার্টের সমস্যায় ব্যথা বাম দিকে হয়। ব্যথা অনেক রকম হতে পারে। বুকের মাঝখানে চেপে ধরা যে ব্যথা হয়, নিঃশ্বাস কষ্ট, ঘাম হওয়া এসব থাকলে এক মুহূর্ত দেরী করা উচিত নয় হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে।  বাম দিকে হতে পারে, কখনও ডান দিকেও হয়। হাতের আশেপাশে ঘুরতে থাকে ব্যথা। চোয়াল অবধি ব্যথা ছড়ালে তা আরও বিপদজনক। বুকে ব্যথা হলেই তাই সাবধান হতে হবে। গ্যাসের ব্যথা ভেবে গুরুতর হার্টের সমস্যাকে অবহেলা করা উচিত নয়। একটা বয়সের পর নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে চলা উচিত। হার্টের সমস্যা হলে কেমন চেক আপের মধ্যে থাকতে হবে?

আগের থেকে শরীর সংক্রান্ত সচেতনা বেড়েছে মানুষের মধ্যে। কিন্তু হার্টের রোগ বেড়েই একাধিক কারণে। জিন একটা কারণ। অল্প বয়সের ওবিসিটি, জীবনযাত্রা, ধূমপান, সারাক্ষণ ডিভাইস ব্যবহার, টানা বসে কাজ এমন অজস্ৰ কারণ। চল্লিশের পর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, কোলেস্টরল টেস্ট, ইউরিক অ্যাসিড টেস্ট, ইসিজি করা উচিত। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে। কারণ হার্টের সমস্যা আগে ধরা গেলে আগে চিকিৎসার সুযোগ পাওয়া যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...