৪০০ বছরের ইতিহাস

তিথি অনুযায়ী দেবীপক্ষের সূচনা হয় মহালয়া থেকে। উৎসব মুখর বাঙালির হাতে গোনা এই কয়েকটা দিনে মন ভরে না। তাই প্রস্তুতি শুরু হয়ে যায় বহু আগে থেকেই। জিয়ো বাংলার স্টুডিওতে  বেশকিছুদিন ধরেই চলছে জমিয়ে আড্ডা। বিভিন্ন পুজো কমিটির সদস্যরা এসে ভাগ করে নিচ্ছেন তাদের পুজো প্রস্তুতির কথা। এবার জেনে নেওয়ার পালা, গড়িয়া পার্ক সার্বজনীন দুর্গোৎসবের বিষয় নানা তথ্য। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্য  শুভজিৎ বন্দ্যোপাধ্যায় ,রহিত সাহা, এবং শিল্পী সৌরভ ভট্টাচার্য। সঞ্চালিকা মনীষার সঙ্গে ভাগ করে নিলেন নানা অজানা তথ্য। ২১তম বর্ষে পদর্পণ করছে গড়িয়া পার্ক সার্বজনিনের পুজো। এইবছর তাদের থিমে থাকছে ৪০০ বছর আগের ছোঁয়া। থিমের পুজো হলেও মুর্তি কিন্তু হচ্ছে সাবেকি ধাঁচেই। তবে পুরো থিম জানতে হলে অবস্যই আসতে হবে গড়িয়া পার্ক সার্বজনিনের পূজা মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...