চলতি ফ্যাশন ট্রেন্ডে জায়গা করে নিয়েছে ফিউশন ফ্যাশন। সামনেই পুজো তাই অনেকেই চান এথনিক কিছু পোশাক ট্রাই করতে। কিন্তু এথনিকের সঙ্গে ওয়েস্টার্নের কম্বিনেশন আরও আকর্ষণীয় করে তুলতে পারে। তাই ইউনিক ফিউশন ফ্যাশনের পোশাক দেখালেন 'বঙ্গনারী বুটিক'-এর কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার মৌমিতা সাহা।
ফ্যাশন ডিজাইনার মৌমিতা সাহা বলেছেন, আট থেকে আশি সকলেই সাজতে ভালোবাসে। এখনকার দিনে পুরুষরা কিন্তু মেয়েদের থেকেও বেশি কনশাস। সামনেই পুজো আর সেই কারণে অষ্টমীর দিন পরা যেতে পারে ঢাকাই জামদানি পাঞ্জাবি। অষ্টমীর সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এটা পরা যেতে পারে। এর সঙ্গে ধুতি পরা যেতে পারে। আর তা না হলে রেড কালারের চোস্ত বা পাটিয়ালা প্যান্ট। সঙ্গে রয়েছে অনেক অ্যাক্সেসারিজও যেমন- ওয়ালেট। কিন্তু সম্পূর্ণ এথনিক লুক দেওয়া হয়েছে সেই ওয়ালেটাকে। যার জন্য লেদারের ওয়ালেটের উপর আজরাক ইক্কাতের ফেবরিক ব্যবহার করা হয়েছে। সপ্তমীর দিন ইক্কাত সিল্কের শাড়ি দিয়ে তৈরি একটি পাঞ্জাবি পরা যেতে পারে। এই বছরের ট্রেন্ড অনুযায়ী শাড়ি কেটে পাঞ্জাবি এছাড়াও পশ্চিমবঙ্গের পটচিত্রের কাজের উপর পাঞ্জাবি পরা যেতে পারে। যা খুবই আনকমন। পাঞ্জাবির সঙ্গে ধুতিও পরা যেতে পারেকিন্তু যারা পাঞ্জাবি পরবে ভাবছে তারা কুর্তি পরতে পারে। এবার যে হলুদ রঙের পাঞ্জাবিটি দেখানো হয়েছে সেটা পুজোর অনুষ্ঠান ছাড়াও বিয়ের অনুষ্ঠানে পরা যেতে পারে। এখন কোভিড পরিস্থিতি চলছে তাই বিভিন্ন ডিজাইনের মাস্ক এসেছে বাজারে। সেগুলো অ্যাক্সেসারিজ হিসেবে পরা যেতে পারে। তবে পুজোর সময় রঙিন পোশাক সবচেয়ে বেশি মানাবে।