Formal Meeting Attire: ফর্ম্যাল মিটিং-এর জন্য কেমন হওয়া উচিত পোশাকআশাক এবং স্টাইল?

ফর্ম্যাল মিটিং-এর জন্য কেমন হওয়া উচিত পোশাকআশাক এবং স্টাইল? ফর্ম্যাল লুকের জন্য কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন? কর্মক্ষেত্রের পোশাক বিধির লেটেস্ট ট্রেন্ড কী, টিপস দিলেন অন্ত্রেপ্রেনিওর, ইনফ্লুয়েন্সার বিনিতা সিং (Vinita Singh, Entrepreneur & Influencer)

ফর্মাল মিটিং -এর জন্য কনফিডেন্স স্টাইলিশ লুক কী হতে পারে?

প্রত্যেকটি মানুষকেই নিজেদের মনের আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে তুলতে হয়। জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। কিন্তু কাজের ক্ষেত্রে এই আত্মবিশ্বাসের একটি বড়ো অংশ নির্ভর করে আমাদের পোশাক ও সাজের উপর। মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে এই আত্মবিশ্বাস করে ওঠে। সেই দিকে সচেতনতা অবলম্বন করলে খুব সহজেই হয়ে ওঠা যায় অনন্যা। অফিসে কনফিডেন্সের মূল ভিতগুলি হল-

১। প্রস্তুতি
২। মানসিক নির্ভরতা
৩। শারীরিক অভিব্যক্তি

অফিসের জন্য সঠিক পোশাক বেছে নেবেন কীভাবে?

অফিস আমাদের কাজের জায়গা। তাই কাজের ক্ষেত্রে হোক বা পোশাকের ক্ষেত্রে সেখানে সব সময় আমাদের পারফেক্ট থাকতে হয়।

পোশাক:
কাজের জায়গায় পোশাক সবসময় সঠিক ফিট হতে হবে। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এছাড়াও সাজ ও গয়না হালকা পড়তে হবে। কারণ সারাদিনের কাজের মধ্যে পোশক ও সাজ কমফর্টেবল থাকা খুব গুরুত্বপূর্ণ।

কর্পোরেট মিটিংয়ের ক্ষেত্রে আপনি কোন ডার্ক রঙের পোশাক বেছে নিতে পারেন। কালো, ছাই, বাদামী বা মেরুন রঙের পোশাক এক্ষেত্রে খুবই আকর্ষণীয়।

তবে শুধুমাত্র আধুনিক পোশাক নয়, বরং অফিস বা কাজের ক্ষেত্রে সাবেকি পোশাকেও নারী হয়ে উঠতে পারে অনন্যা। এক্ষেত্রে যেকোন হালকা শাড়ি ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলে পড়া যেতে পারে।

হেয়ারস্টাইল:

যাদের চুল ছোট, তাদের খোলা চুলে খুব সুন্দর লাগবে। কিন্তু যাদের লম্বা চুল, তারা চুল পনিটেল করে বেঁধে নিতে পারেন। কারণ, যেকোনো অফিশিয়াল মিটিং এর ক্ষেত্রে হেয়ারস্টাইল পারফেক্ট হওয়া খুব প্রয়োজনীয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...