আবেগের ‘আকরিক’ যেন বাঙালির সময়ের দলিল

মানুষ যেখানেই যাক,  সাফল্যের  আলোয় যতই চোখ ঢেকে দিক তার একদিন না একদিন ঠিক ফিরতে হবে ঘরে, শিকড়ের সন্ধানে ঘর মানে পরিবার, সেই ভূমিতেই মানুষের বেড়ে ওঠা  আর সারাজীবন ধরে শিকড়ের টানে চেনা মাটির গন্ধ খুঁজে চলে মানুষ ঘর পরিবার বদলেও যায় সময়ের নিয়মে কিন্তু বদলায় না শুধু শিকড়ের খোঁজ বয়ে চলে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বাঙালির পরিবার  বদলের কাহিনি নিয়ে পরিচালক তথাগত ভট্টাচার্যের নতুন ছবিআকরিক যেন সময়ের দলিল 

প্রযোজনায় আইসবার্গ ক্রিয়েশনস সহ প্রযোজনায় দীপক পারিক ছবির গল্প লিখেছেন সলিল সরকার

ছবিতে মুখ্য ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত, অনুরাধা রায়, মাস্টার অঙ্কন 

আকরিককেন দর্শকদের জন্য কেন বিশেষ সে প্রসঙ্গে সহ প্রযোজক দীপক পারিক বলেন, ‘আইসবার্গের প্রথম ছবি এটি। খুব সেনসেটিভ  বিষয় নিয়ে ছবি। কেউ জানে না জয়েন্ট ফ্যামিলি  ভাল নাকি নিউক্লিয়ার, এভাবে বলাও যায় না, কিন্তু আমরা চেষ্টা করেছি ছবির মধ্যে দিয়ে দর্শকদের একটা বার্তা পৌঁছে দিতে 

 পাহাড়ে বেড়াতে গিয়ে ৭৫ বছরের বৃদ্ধ অরুণাভবাবু সঙ্গে ১০ বছরে শিশু আকাশের গড়ে ওঠে অসম বয়সী বন্ধুত্ব আসলে তার চেয়েও গভীর এক সম্পর্ক, ঘুরে  ফিরে আসা শিকড়ের টান ছবির বিষয়। অরুণাভবাবু বড় হয়েছেন যৌথ পরিবারে। আর ১০ বছরের শিশুটির বড় হয়ে ওঠা তার মায়ের কাছে। মা ‘সিঙ্গেল মাদার’। কর্মরতা।

ছবিতে  গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, সুদেষ্ণা চক্রবর্তী, অঙ্গনা বসু প্রমুখ অভিনেতা অভিনেত্রীকে সঙ্গীত পরিচালনা করেছেন দেবজিৎ বেরা 

সম্প্রতি সামনে এসেছে ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদেরভাবায়

কেন ভেঙে গেল যৌথ পরিবার কোন আর্থ সামাজিক বাঁক বদল বদলে দিল ঘরের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কগুলো কোন অসহায়তায় এত বেশি দৌড় যুদ্ধে সামিল হচ্ছে মানুষ পরিবার পরিজন থেকে দূরে গিয়ে সত্যি কি দিন শেষে ভাল থাকা যায়? প্রশ্ন অনেক- উত্তর খুঁজতে ‘আকরিক’ সামনে এসেছে ছবির গানআকরিকমুক্তি পাচ্ছে এপ্রিল

এটা শেয়ার করতে পারো

...

Loading...