সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে নির্মিত 'জালবন্দী'

সমরেশ মজুমদারের রহস্য উপন্যাস 'জালবন্দী' গল্প অবলম্বনে নির্মিত হয়েছে পরিচালক পীযূষ সাহার নতুন ছবি। বাংলা দর্শকদের 'কেল্লাফতে', 'তুলকালাম'-এর মতো ছবি উপহার দেওয়ার পর এবার সম্পূর্ণ থ্রিলারধর্মী ছবি বানিয়েছেন পরিচালক পীযূষ সাহা। ছবির নাম 'জালবন্দী'। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে এই 'জালবন্দী'। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক পীযূষ সাহা, নবাগত অভিনেতা প্রিন্স প্রাচুর্য, দর্শনা বনিক ছাড়াও বাকি কলাকুশলীরা। এই ছবির মধ্যে দিয়েই প্রথমবার বড় পর্দায় দেখা যাবে পরিচালক পীযূষ সাহার পুত্র প্রিন্স প্রাচুর্যকে। ছবিতে এক তরুণ মধ্যবিত্ত ছেলের চরিত্রে অভিনয় করেছেন প্রিন্স যার নাম অনীশ‌। বাবার মৃত্যুর পর সংসার চালানোর জন্যে একটি বিমা সংস্থায় কাজ করতে শুরু করে ছিল অনীশ। আর বিমা সংস্থার টার্গেট পূরণ করতে গিয়েই বিপদে পড়তে হয় তাকে। কিন্তু এই বিপদ থেকে কী সে বেরিয়ে আসতে পারবে সেই গল্প জানতে হলে দেখতে বড় পর্দায় দেখে নিতে হবে 'জালবন্দী' ছবিটি।

ছবিতে প্রিন্স ও দর্শনা ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে দীপঙ্কর দে, পায়েল সরকার, জুন মালিয়া, পম্পা সাহা, খরাজ মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায় ও রনজয়কে। ছবির মিউজিকের দায়িত্ব সামলেছেন অমিত-ঈশান। ছবির প্রযোজনা দায়িত্ব সামলেছে 'প্রিন্স এন্টারটেইনমেন্ট পি ফোর'।

এটা শেয়ার করতে পারো

...

Loading...