পুরুষদের পোশাকে বিবর্তন ঘটেছে কীভাবে? আজকের ফ্যাশনে জেন্ডার নিউট্রাল ট্রেন্ড কীভাবে জায়গা করে নিয়েছে? ব্যক্তিত্ব বদলে পোশাক কী প্রভাব ফেলে? পুরুষদের ফ্যাশন ও স্টাইল নিয়ে টিপস দিলেন ডিজাইনার চৈতালী চক্রবর্ত্তী ও সোমশুভ্র চক্রবর্ত্তী।
পুরুষদের পোশাকে বিবর্তন ঘটেছে কীভাবে?
পুরুষদের পোশাক নিয়ে বিবর্তন বহু পুরনো। পুরাতন সময় পুরুষদের পোশাকের অনেক ধরনের ভাগ ছিল। তাদের পোশাকে নানারকম অলংকার ব্যবহার করা হতো।
পোশাকে মূলত তিন ধরনের কাপড় ব্যবহার করা হতো -
১। উত্তরীয়
২। অন্তরীয়
৩। কায়াবন্ধ
কোন ব্যক্তির সামাজিক অবস্থান অনুসারে এই কাপড়ের ধরন নির্ভর করত। এই সময় সেলাই করা জামা-কাপড়ের ব্যবহার কম ছিল। এই পোশাক ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারত। এমনকি রঙেরও কোনও প্রতিবন্ধকতা ছিল না।
এরপর সময়ের সঙ্গে সঙ্গে পোশাকের বিবর্তন হয়।
আজকের ফ্যাশনে জেন্ডার নিউট্রাল ট্রেন্ড কীভাবে জায়গা করে নিয়েছে?
পুরাতন সময়ে পোশাকের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য খুব কম ছিল। পছন্দমত যে কোন রঙের পোশাক পুরুষ এবং নারী উভয়ই পরিধান করত। এই ধারণা বর্তমান সময়ে আবারও ফিরে এসেছে।
পুরুষরা চটজলদি সাজবেন কীভাবে?
অনেক পুরুষরাই দীর্ঘসময় অবধি সাজতে পছন্দ করেন না। তারা চটজলদি লুক পেতে রেডি টু ওয়ার পোশাক ট্রাই করতে পারেন।
এছাড়াও, ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পড়তে পারেন।