প্লাস সাইজ মডেলদের কী কী বিষয় খেয়াল রাখা উচিত? স্টাইলিং-এর ক্ষেত্রে কোন কোন ভুল এড়িয়ে চলবেন? ওয়ারড্রোবে কী ধরনের পোষাক অবশ্যই থাকা উচিত? টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার নাহিদ ফয়েজ (Naheed Faiz, Fashion Designer)
হাইলাইটসঃ
১। প্লাস সাইজ মডেলদের কী কী বিষয় খেয়াল রাখা উচিত?
২। স্টাইলিং-এর ক্ষেত্রে কোন কোন ভুল এড়িয়ে চলবেন?
৩। ওয়ারড্রোবে কী ধরনের পোষাক অবশ্যই থাকা উচিত?
প্লাস সাইজ চেহারার মডেলদের স্টাইলিং –এর ক্ষেত্রে কী কী বিষয় লক্ষ রাখতে হবে?
যেকোনো চেহারার মডেলদের ক্ষেত্রে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে সেরা মনে করলেই, যেকোনো পোশাকে তাদেরকে সুন্দর মনে হবে।
কী ধরণের পোশাক প্লাস সাইজ মডেলদের কালেকশনে রাখা উচিত?
ভারী চেহারার জন্য স্ট্রেচেবল পোশাক খুব আরামদায়ক। তবে পোশাক সবসময় উচ্চতা ও শরীরের গঠন অনুযায়ী বাছাই করতে হবে।
ভারী চেহারার ব্যক্তি যদি মডেল হতে চান তবে কী কী বিষয় লক্ষ রাখতে হবে?
১। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে
২। সঠিক পোশাক বাছাই করতে হবে
৩। মানসিক ও শারীরিকভাবে ফিট থাকতে হবে
ভারী চেহারার মডেলদের ফ্যাশানে কী কী ভুল হতে পারে?
প্লাস সাইজ চেহারার মডেলদের ক্ষেত্রে সঠিক পোশাক নির্বাচন করা খুব জরুরি। গ্রাউন পোশাক, হিল ও সঠিক মেকআপ আপনাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। তবে হেয়ারস্টাইলের ক্ষেত্রে কোঁকড়ানো চুলের চেয়ে স্ট্রেট হেয়ার খুব ভালো লাগবে। কারণ, কোঁকড়ানো চুলের ফলে মুখ বেশী ভারী মনে হয়।
বেলি ফ্যাট কম হাইলাইট করবেন কীভাবে?
বর্তমান সময়ে বাজারে ভিন্ন ভিন্ন ধরণের বেলি ফ্যাট শেপার পাওয়া যায়। এটি পরলে বেলি ফ্যাট কম বোঝা। এছাড়াও ব্লেজার বা জ্যাকেট পরা যেতে পারে।