Fashion mistakes: বিয়েবাড়ির সাজে কোন ভুল করা উচিত নয়?

বিয়েবাড়িতে কীভাবে সকলের থেকে আলাদা লাগবে? সেক্ষেত্রে সাজ হতে হবে স্বয়ংসম্পূর্ণ। কোনো ভুল থাকা যাবেনা। বিয়েবাড়ির সাজে করা এমনই কিছু ভুল ও তা সমাধানের উপায় নিয়ে কথা বললেন, অভিনেত্রী পায়েল রায়…
 
হাইলাইটসঃ
১। বিয়েবাড়িতে এখন কোন ধরনের সাজ ট্রেন্ডিং?
২। বিয়েবাড়িতে কী কী জিনিস নিজের কাছে রাখা উচিত?
৩। কোন ধরনের পোশাক বিয়েবাড়ির জন্য উপযুক্ত?
 
বিয়েবাড়িতে এখন কোন ধরনের সাজ ট্রেন্ডিং? 
 
এখন মানুষ ফ্যাশানের প্রতি খুব ইন্টারেস্টেড। আগের সময়ে বিয়েবাড়ির সাজে খুব উজ্জ্বল রঙের শাড়ি এবং চড়া মেকআপ করা হতো, কিন্তু বর্তমানে খুব মিনিমাল ফ্যাশানের চল। অর্থাৎ যেকোন অনুষ্ঠানের ক্ষেত্রেই সাজ এলিগেন্ট থাকা জরুরি। তার জন্য হালকা রঙের শাড়ি, চোখে হালকা কাজল, চুলে খোঁপা করে ফুল দেওয়া এমন অল্প সাজেই অসামান্য দেখতে লাগবে। 
 
HD বা আলট্রা HD মেকআপ ব্যবহার না করে, যাদের যেমন ন্যাচারাল স্কিনটোন, সেটা শ্যামলা হোক বা ফর্সা, তা ফুটিয়ে তুললেই হবে। এখনের ফ্যাশানে কম সাজের সাহায্য নিয়ে নিজের সৌন্দর্যকে যত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে ততই অন্যের থেকে আলাদা মনে হবে। 
 
কোন ধরনের পোশাক বিয়েবাড়ির জন্য উপযুক্ত?
 
অনেকেই বিয়েবাড়িতে শাড়ি পরতে খুব পছন্দ করেন। কিন্তু সেক্ষেত্রে বেনারসি, জামদানির মতন ভারী শাড়ি পরতে হবে তার কোন মানে নেই। সিফন বেনারসির মতন শাড়ি পড়া উচিত, যা বেনারসির মতন লুক দেবে কিন্তু অনেক হালকা ও খুব কমফর্টেবল। এছাড়াও রেডি টু ওয়্যার শাড়ি এবং হালকা কাজ করা ল্যাহেঙ্গাও বিয়েবাড়িতে পড়ার জন্য উপযুক্ত। 
 
বিয়েবাড়িতে কনে প্রধানত লাল বা মেরুন রঙের শাড়িতে সেজে ওঠে সুতরাং লাল ঘেষা রঙ বাদে হালকা গোলাপি, বা হালকা কমলা, বেগুনী, নীল এমন রঙ বেছে নেওয়া যেতে পারে। 
 
গরমকাল বা বর্ষাকালে সাজের ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে? 
 
১। গরমকালে খুব চড়া মেকআপ করে কোন অনুষ্ঠানে যাওয়া উচিত নয়। গরমের চড়া মেকআপ খুব অস্বস্তির কারণ হতে পারে। নিজস্ব স্কিনটোন অনুযায়ী মেকআপ করতে হবে।  
২। যদি কেউ অনুষ্ঠানে শাড়ি পড়বে বলে ঠিক করে তবে সেক্ষেত্রে হালকা শাড়ি পড়া উচিত।
৩। চুলের ক্ষেত্রে, সবসময় প্রচুর পরিমাণে হেয়ার স্প্রে ব্যবহার করে হেয়ারস্টাইল করা উচিত নয়। চুল অনুযায়ী খোঁপা করে তাতে ফুল লাগিয়ে নিলেই সাজ দেখতে সুন্দর লাগবে।
 
সর্বপরি মনে রাখতে হবে, সাজ যেমনই হোক না কেন, তা যেন খুব কমফর্টেবল হয়। সাজের ক্ষেত্রে নিজের সচ্ছন্দবোধ করা খুব প্রয়োজনীয়। 
 
বিয়েবাড়িতে কী কী জিনিস নিজের কাছে রাখা উচিত?
অনুষ্ঠান বাড়িতে মেকআপ ঠিক করার জন্য সব মেকআপ কিট কাছে রাখার কোন দরকার নেই। একটা ছোট চিরুনি, একটি লিপস্টিক এবং মেকআপ ঠিক করার জন্য মেকআপ স্পঞ্জ কাছে রাখাই যথেষ্ট। 
 
আর একটি জিনিস যা যেকোন জায়গায় যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তা হল পারফিউম। এছাড়াও হাইহিল জুতো বাদ রেখে কমফর্টেবল জুতো ব্যবহার করতে হবে।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...