আত্মবিশ্বাস না থাকলে কোনও কাজেই সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা সত্যিই খুব জরুরি। এই আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার ক্ষেত্রে সাজগোজ ও নিজের পছন্দের পোশাক পরার একটি ভূমিকা রয়েছে। তাহলে নিজের পছন্দের পোশাক পরলে কী সত্যি আত্মবিশ্বাস বেড়ে যাবে? এই বিষয়ে জানালেন ও সাজগোজ নিয়ে টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার শ্যাম সুন্দর বসু ।
ফ্যাশন ডিজাইনার শ্যাম সুন্দর বসু (Shyam Sundar Basu, Fashion Designer) বলেছেন, ফ্যাশনের ক্ষেত্রে সকলে ট্রেন্ড ফলো করার চেষ্টা করেন। কিন্তু এমনটা করা উচিত নয়। সব সময় সেই পোশাক পরা উচিত যেটা পড়ে কমর্ফোটেবল হওয়া যায়। তবে ফ্যাশন মরসুম বদলের সঙ্গে বদলাতে পারে। শীতকালে এই মরসুম বদলের জন্যই মহিলারা বিয়ে বাড়ির অনুষ্ঠানে বেনারসি শাড়ির উপর কী পরবে এই নিয়ে চিন্তায় থাকে। তবে এই সময় হল নিজেকে সাজিয়ে তোলার জন্য যায় খুব সহজ। যার জন্য বেনারসি কাপড়ের সঙ্গে একটা বেনারসি কোট ও জুয়েলারী হিসেবে এক জোড়া দুল পরা যেতে পারে। অন্যদিকে পুরুষরা চিকন কারীর কাজ করা পাঞ্জাবি পরতে পারেন। আর ধুতি হিসেবে বেনারসি শাড়ি কিংবা অন্য কোনও শাড়ি পরতে পারবে। আর সবাই সব রকমের পোশাক পরতে পারে। যদি একটি পোশাক পরার জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তাহলে সেটা পরা যেতেই পারে।
কিছু অভিনব ডিজাইনের পোশাক দেখালেন ফ্যাশন ডিজাইনার শ্যাম সুন্দর বসু:
প্রথম, বাম দিকে স্ক্রিপ্টটেড কাজ আর ডান দিকে চিকন কারীর করা একটি পাঞ্জাবি দেখানো হল। যেখানে কাঠের বোতাম ব্যবহার করা হয়েছে। এই পাঞ্জাবির সঙ্গে সাদা-কালো রঙের উপর কাজ করা একটি ধুতি দেখানো হয়েছে।
দ্বিতীয়, বিয়ের রিসেপশনে অনেকেই ব্লেজার পরে। কিন্তু ব্লেজারের সঙ্গে ধুতি পরলেও দারুন মানাবে। এই লুকে একটি সাদা রঙের ব্লেজারের সঙ্গে সাদা-কালো রঙের উপর কাজ করা একটি ধুতি দেখানো হয়েছে।