সামনে বসন্ত। আসছে গরম। আবার খোঁজ পড়বে ওয়াড্রবে প্রিয় হ্যান্ডলুমের। চেনা হ্যান্ডলুমের শাড়িতেই কীভাবে সেজে উঠবেন অন্যরকম সাজে?
বছরের এই সময় থেকেই মোটামুতি শুরু হয়ে যায় শাড়ী পার্বণ। বসন্তোৎসব, দোল, পয়লা বৈশাখ একের পর এক উৎসব। বিভিন্ন ধরনের শাড়ির মধ্যে তাঁতের শাড়ি ও বেনারসির নিয়ে এখন ট্রেন্ড বাড়ছে। তবে এই ধরনের শাড়ি দিয়ে নতুন লুক করতে বিশেষ কিছু উপায় রয়েছে। অনেক সময়ই একঘেঁয়ে হয়ে যায় চেনা শাড়ি। বেনারসি হোক বা হ্যান্ডলুম সবই যেন চেনাজানা। কিন্তু চেনা শাড়িতে খুব সহজেই আনতে পারেন নতুন লুক। প্রয়োজন শুধু একটু আইডিয়া আর এনার্জি।
এই বিষয়ে বিশদে জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার ইন্দ্রানী চট্টোপাধ্যায়।
ফ্যাশন ডিজাইনার ইন্দ্রানী চট্টোপাধ্যায়ের মতে, এখনকার দিনে মহিলাদের ফ্যাশনে ট্র্যাডিশনাল লুকের চল বেড়ে গিয়েছে। সেই লুকে নতুনত্ব আনার প্রয়োজন। যেমন তসর শাড়ীকে বদলে নেওয়া যায় কাঁথার স্টিচের কাজে। যে কোনও জায়গায় এই ধরনের শাড়ি পরা যেতে পারে।
আবার তসরের শাড়িতে অন্য ধরনের কাজও করানো যেতে পারে। গোটা পাট্টি ও মোতি দিয়ে। এই ধরনের শাড়ি কর্পোরেট ফ্লিডে যারা কাজ করেন তারাও ট্রাই করতে পারে। বেনারসি শাড়ির একটি ধরন তসরের অ্যান্টিক ওয়ার্ক বেনারসি। সম্পূর্ণ অন্য রকম দেখতে এই বেনারসির ওজন খুবই কম। এই ধরনের শাড়িতে সাধারণ বেনারসির মতো জরি-চুমকির কাজ নেই। তাই কর্পোরেট লুকের জন্য এই শাড়িটি ব্যবহার করা যেতে পারে।
এই সময় ট্রেন্ড চলছে 'কোড়া বেনারসি'র। এই বেনারসি অনেকটা 'কাতান' বেনারসি মতো দেখতে। এই শাড়িতে অ্যান্টিক ওয়ার্কও থাকে। মুর্শিদাবাদ সিল্কের শাড়িও ফ্যাশনে ইন। এই ধরনের শাড়িকে ব্যানধেজ বলা হয়। স্টিচিং করে শাড়িতে ট্র্যাডিশনাল লুক দেওয়া হয়েছে।
গ্ৰীষ্মকালে তাঁতের শাড়ির চল রয়েছে খুব। আর এই তাঁতের শাড়ি বিভিন্ন ধরনের হয়। এখানে মিহি সুতোর তাঁতের শাড়ি সহ বেশকিছু ধরনের তাঁতের শাড়ি দেখানো হয়েছে। যেমন- গান্ধীজির জনপ্রিয় খাদির শাড়ি। অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই শাড়ি পরার চল রয়েছে। বিভিন্ন রঙের ব্লাউজের সঙ্গে পড়তে পারেন। 'কালা কটোন' বলে গুজরাটে একটি শাড়ি রয়েছে, পরের শাড়িটি 'কালা কটোন' থেকে ইন্সপায়ার হয় ডিজাইন করা হয়েছে। এই শাড়িটি গ্ৰীষ্মকালে পরা যেতে পারে। তবে সব সময় ভালো কাপড়ের শাড়ি পরা উচিত।