মুখোমুখি সম্পা বিশ্বাস

এই মুহূর্তে বাংলা লোকসঙ্গীত জগতের জনপ্রিয় মুখ সম্পা বিশ্বাস'সারেগামাপা'-এর মঞ্চে গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন এই সঙ্গীত শিল্পী। ২০১৯ সালে দুর্গাপূজার সময়ে মুক্তি পাওয়া 'বিনোদিনী রাই' গানটি গেয়েছিলেন সম্পা বিশ্বাস। গানটি খুব জনপ্রিয় হয়েছিল। এবার জিয়ো বাংলার পর্দায় ধরা দিয়েছেন গায়িকা সম্পা বিশ্বাস।

প্র: তোমার ভাল থাকার রসদটা কী?

সম্পা: আমি নিজে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। এটাই আমার রসদ।

প্র: এই গানের জগতে আসার শুরু সময়টা কেমন ছিল?

সম্পা: আমি বড় হয়েছি মামাবাড়িতে। আর মামাবাড়ির সবাই ওপার বাংলা থেকে এসেছিলেন। সেই সুবাদে লোকগীতির সাথে পরিচয়। পরে আমি এই লোকগান নিয়েই এগিয়ে গিয়েছি।

প্র: 'সারেগামাপা' অনুষ্ঠানে গিয়ে তুমি নিজের একটা পরিচিতি তৈরি করেছ। এত মানুষের ভালোবাসা পেয়েছ তুমি। এই বিষয়টা বোঝানোর জন্য তুমি কোন গান গাইবে?

সম্পা: তখন শাহ আবদুল করিমের 'আর কিছু চাই না আমি গান ছাড়া' গানটি আমি বারবার গেয়ে উঠি।

প্র: গানের জগতে আসতে গিয়ে তোমার কী কী সমস্যায় পড়তে হয়েছে?

সম্পা: গান বাজনা ধরে রাখতে গিয়ে আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। আমাকে গান আর সন্তানের মধ্যে যে কোনও একটাকে বেছে নিতে বলা হয়েছিল। কিন্তু গুরুর কৃপায় আমি সবকিছু ধরে রাখতে পেরেছি। 

প্র: তোমাকে কে সবচেয়ে বেশি সাপোর্ট করে?

সম্পা: আমাকে সবসময় সাপোর্ট করে এসেছেন তিনি আমার স্বামী সীতাংশু বসু।

প্র: কোন ধরনের গান তোমার শুনতে সবচেয়ে বেশি ভাল লাগে?

সম্পা: ছোটবেলা আমি যখন গান শেখা শুরু করেছিলাম, তখন আমার আখতারী বাই-এর গান ও কলকাতার বাবু ঘরানার গান আমার খুব পছন্দ হত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...