মনামীর 'ভিটামিন এম'

বাংলা টেলিভিশন ও সিনেমার জগতের পরিচিত মুখ মনামী ঘোষ। বেলাশুরু, ভূতের ভবিষ্যৎ-এর মতো জনপ্রিয় ছবির পাশাপাশি তাকে দেখা গিয়েছে বহু বাংলা ধারাবাহিকে। তবে এবার নতুন মিউজিক ভিডিয়ো আসতে চলেছে তার। আর সেই মিউজিক ভিডিয়ো নিয়ে কথা বলতেই সম্প্রতি জিয়ো বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়েছিলেন তিনি।

প্র: কোভিড আমাদের দরকার ছিল 'ভিটামিন এম'। কিন্তু আমরা তখন পাই কিন্তু এখন পাচ্ছি। আর এখন অভিনেত্রী মনামীকে আমার অন্য ভাবে জানতে পারছি। কিন্তু কীভাবে জানতে পারছি আপনাকে?

মনামী: আসলে 'ভিটামিন এম' হল মন ভালো করার ভিটামিন। সেই জন্যে বলেছে তখন পাইনি এখন পাচ্ছি। আসলে 'ভিটামিন এম' হল আমার নতুন মিউজিক ভিডিয়ো। আর এটাতে ডেফিনেটলি আমি আছি। তবে এই গানটাও আমার গাওয়া।

প্র: মানে একসাথে গান, নাচ। মনামী দি'কে তো নতুন ভাবে দেখা যাবে। এখানে নতুনদেরও একটা সুযোগ রয়েছে। কী বলবে সেটা নিয়ে ‍?

মনামী: হ্যাঁ নিশ্চয়ই। এটা তো আমরা করছি কিন্তু আমাদের সঙ্গে কোনও বড় ব্যানার নেই। বড় মিউজিক লেভেলের আন্ডারে নয়। পুরোটাই আমরা নিজেরা করছি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমারা যদি এটাকে এস্টাবলিস করতে পারি। যদি সাকসেসকফুল হই তাহলে ভবিষ্যতে এমন হবে যে নতুন কেউ গান গাইবে বা যে অভিনয় করতে চাইছে তারাও ফিচার হতে পারবে। সব দিক থেকেই আমরা চেষ্টা করবো যে যারা নতুন আছে তাদেরকেও যেন কাজ দেওয়ার সুযোগ পাই।

প্র: এটা নতুনদের জন্যে একটা সুখবর। কিন্তু চ্যানেলটা যখন খুলেছিলে। তখনকার শুরুটা একটু বলো।

মনামী: চ্যানেলটা আমি হঠাৎ করেই ওপেন করে ছিলাম। চ্যানেলটা অনেক দিন ধরেই ছিল। সেখানে খুব যে বেশি আমি অ্যাকটিভ ছিলাম এমনটাও নয়। কিন্তু লকডাউনের সময় থেকে খুব সিরিয়াসলি আমি ইউটিউব চ্যানেলটা করছি আর সেটা সবাই বেশ পছন্দ করছে। আর তাতে আমার প্রচুর নাম খুব ভাইরাল হয়েছে। মানুষ  পছন্দ করেছে। ওখানে কিছু ট্রাভেল ভ্লগ রয়েছে বা শুটের বিটিএসও আছে। এবার আমারা অন্য একটা কিছু ট্রাই করেছি। এতদিন মানুষ দেখে কভার বানাতে। এটা সম্পূর্ণ অরিজিনাল হতে চলেছে। আমি খুব ভয় ভয় রয়েছি যে মানুষজনের কেমন লাগবে! আশা করব যে সবার ভালোই লাগবে।

প্র: গানটা আমারা কাকে কাকে পাচ্ছি?

মনামী: গানটার সব কিছুই নতুন। প্রোডাকশনটা হচ্ছে আমার আর সৈকত বারুরির। আর সৈকত বারুরির ডিরেক্টর ও কোরিওগ্রাফি। এখানে মিউজিক দিয়েছেন ম্যাক মল্লার। গান লিখেছেন সোমরাজ। সেট করেছে আমরা পাপাইদা বলে ডাকি। সেটের নামটা এই জন্যেই বললাম কারণ এখানে একটা অন্য ধরনের সেট করা হয়েছে। গানের মধ্যে আমি ফিচার হয়েছে অনেকে। ব্যাক আপ ড্যান্সার রয়েছেন। আর গানটা তো আমি গেয়েছি।

প্র: ইন্ডিপেনডেন্ট যে কাজ করাটা কতটা জরুরি ছিল?

মনামী: ইন্ডিপেনডেন্ট কাজ করাটা আমার স্বপ্ন ছিল। ইন্ডিপেনডেন্টলি কাজ করার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু আমি নিজেকে এভাবে দেখতে চেয়েছিলাম। এটা আমার স্বপ্ন পূরণ হওয়ার মতো। যদি ইন্ডিপেনডেন্টলি কাজ করলে তোমার নিজের ক্রিয়েটিভিটি বাঁধা ছাড়া প্রকাশ করতে পারো। নিজে যা যা দেখাতে চাইছ তাতে বাধা আসে না।

প্র: এই গরমে কাকে কী টিপস দিতে চাও তুমি?

মনামী: সবাই বেশি করে জল খাও আর ভিটামিন এম নাও মন ভালো থাকবে।

প্র: এই 'ভিটামিন এম' কোন বাজারে পাবো?

মনামী: 'মনামী ঘোষ টিভি' ইউটিউব চ্যানেলে পাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...