অভিনেতা হতে না পারলে ব্যবসায়ী হতেন গৌরব

এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ গৌরব রায়চৌধুরী। ছোটপর্দা থেকে বড়পর্দা দু জায়গাতেই নিয়মিত। 'শুভ দৃষ্টি', 'ত্রিনয়নী'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। 'আমার প্রেম'-এর মতো বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে গৌরবকে। সম্প্রতি 'পিলু' ধারাবাহিকে গৌরবের অভিনীত আহিরের চরিত্রটি খুব প্রিয় হয়ে উঠেছে দর্শকদের। জিয়ো বাংলার পর্দায় মুখোমুখি গৌরব রায়চৌধুরী

প্র: কেমন আছ তুমি?

গৌরব: আমি খুব ভালো আছি।

প্র: কাজ কেমন চলছে তোমার?

গৌরব: কাজ বেশ ভাল চলছে। শুটিং চলছে 'পিলুর'। খুব ভালো রিভিউ পেয়েছি আগের এপিসোডগুলোর।

প্র: গৌরবের কি ছোটবেলা থেকেই অভিনয় জগতে আসার ইচ্ছা ছিল?

গৌরব : না একদমই ছিল না। অন্যদের মতো আমারও চাকরির ইচ্ছে ছিল। মাধ্যমিকের পরও বাড়ি থেকে ভালো চাকরি করার কথা বলা হয়েছিল। কিন্তু পরে থিয়েটার জয়েন করেছিলাম অভিনয় শেখার জন্য। তবে আমি কাজ শিখেছি ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে।

সেই সময় অবশ্য বাড়ি থেকেও শুনতে হয়েছিল যে এই পেশায় কোনও ভবিষ্যত নেই। শেষ পর্যন্ত আমি ভরসাটা ধরে রাখতে পেরেছি।

প্র: ছোটবেলাটা কেমন কেটেছে তোমার?

গৌরব: ছোটবেলাটা খুব ভাল কেটেছে আমার। দুর্গাপুজোর সময় বাবার সঙ্গে ঠাকুর দেখা,  ক্রিকেট খেলতে আমার খুব ভাল লাগত। তবে মাধ্যমিক পর্যন্ত আমি খুব মজা করে কাটিয়েছি। কলেজে পড়ার সময় আমার শুটিং শুরু হয় গিয়েছিল। তাই সময় পেতাম না কলেজ যাওয়ার।

প্র: ধারাবাহিক, ওয়েব সিরিজ ও সিনেমা। এই তিন ধরনের কাজ এক সঙ্গে কীভাবে ম্যানেজ করছ?

গৌরব: আসলে অভিনয় ছাড়া আমি অন্য কিছু নিয়ে ভাবতে পারি না। তাই অভিনয় করতে আমার খুব ভালই লাগে। যখনই শুটিং করি আমি খুশি থাকি। ‘একান্নবর্তী’ শুটিং করে আমার টিউমার অপারেশন করতে গিয়েছিলাম।

প্র: 'পিলু' ধারাবাহিকে আহিরের চরিত্রটা কেন ভাল লেগেছিল তোমার?

গৌরব: এই চরিত্রটা প্লে করা একটু কঠিন ছিল। কারণ এই ধারাবাহিকে আহির একজন শাস্ত্রীয়সঙ্গীত শিল্পী। তাই চরিত্রটিতে অভিনয় করার আগে আমাকে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে অনেক গবেষণা করতে হয়েছিল। আমাদের মিউজিক ডিরেক্টরের কাছ থেকেও আমি অনেক সাহায্য পেয়েছিলাম। কিন্তু সময় খুবই কম ছিল আমার কাছে। তাই কঠিন ছিল কাজটা।

প্র: গৌরব আর আহিরের মধ্যে কী মিল রয়েছে?

গৌরব: প্রায় কাছাকাছি। কিন্তু আহির গান নিয়ে সিরিয়াস। আর গৌরব অভিনয় নিয়ে সিরিয়াস।

প্র: এতদিন তুমি যতগুলো চরিত্রে অভিনয় করেছ তার মধ্যে কোনটা তোমার সবচেয়ে প্রিয়?

গৌরব: আমার অভিনয় করা প্রত্যেকটা চরিত্রই আমার কাছে খুব প্রিয়।

প্র: আমরা প্রত্যেকেই দেখেছি গৌরব সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাকটিভ। তাহলে ভক্তদের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও স্পেশাল কমেন্ট পেয়েছ?

গৌরব: ভাল কমেন্ট বেশি পাই। নেগেটিভ কমেন্ট খুব কমই দেখি। এছাড়াও আমি নেগেটিভ কথা নিয়ে বেশি ভাবিও না।

প্র: টক, ঝাল না মিষ্টি?

গৌরব: মিষ্টি।

প্র: লং ড্রাইভ নাকি উইকএন্ডে টেনে ঘুম?

গৌরব : দুটোই ভালো লাগে।

প্র: প্রিয় খাবার?

গৌরব: মায়ের হাতে রান্না করা মটন কষা আর গরম ভাত।

প্র: তুমি যদি অভিনেতা না হতে, তাহলে কী হতে?

গৌরব: ব্যবসায়ী হতাম।

প্র: ধারাবাহিক, সিনেমা না ওয়েব সিরিজ?

গৌরব: তিনটেই।

প্র: সেলিব্রেটি ক্রাশ?

গৌরব: সুচিত্রা সেন।

প্র: তোমার কোন ব্যাড হ্যাবিট তুমি বদলাতে চাও?

গৌরব: আমি খুব কম কথা বলি। জানিনা এটা ব্যাড হ্যাবিট কিনা।

প্র: ইন্ডাস্ট্রির মধ্যে তুমি ডেটে নিয়ে যাবে কোন সেলিব্রেটিকে?

গৌরব: আমি রুনাকে নিয়ে যাব।

প্র: তোমার লাইফের আইডল কে?

গৌরব: আমার লাইফের আইডল আমার বাবা, মা।

প্র: নিজেকে এক কথায় তুমি ডেসক্রাইব করবে কীভাবে?

গৌরব: ডিসিপ্লিন।

প্র: এই মুহূর্তে তোমার উইশ লিস্টের প্রথমে কী রয়েছে?

গৌরব: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে অনেক কিছু তৈরি করবার ইচ্ছা রয়েছে। এই স্বপ্নগুলো সত্যি করতে চাই।

প্র: নতুন কী কাজ আসছে তোমার?

গৌরব: এখন 'পিলু' ধারাবাহিকের কাজ চলবে। তবে এই বছরের শেষের দিকে কিছু ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...