বাঙালি দর্শকদের কাছে একাধিক কারণে ‘কাঞ্চনজঙ্ঘা’ অত্যন্ত বিশেষ এক ছবি। সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে আবার বড় পর্দায় আসতে চলেছে 'আবার কাঞ্চনজঙ্ঘা। পরিচালনায় রাজর্ষি দে।
ছবিতে বাঙালি ছবির ১৭ জন তারকাকে দেখা যাবে এক সঙ্গে। যার অন্যতম হলেন অভিনেত্রী দেবলীনা কুমার। সম্প্রতি জিয়ো বাংলার পর্দায় ধরা দিয়ে এই ছবিতে নিজের অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী দেবলীনা কুমার।
প্র: সত্যজিৎ জন্মশতবর্ষ উপলক্ষে আসতে চলেছে বাংলা ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। এই ছবিতে অনেক অভিনেতা, অভিনেত্রীকে এক সঙ্গে দেখা যাবে। তাই এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে তোমার কেমন লেগেছে?
দেবলীনা: প্রথম কথা 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিটি কোনও সিক্যুয়েল ছবি নয়। এই ছবিতে বহু প্রতিভাবান কলাকুশলীরা রয়েছেন এছাড়াও সত্যজিৎ রায়ের নাম জড়িয়ে রয়েছে এই ছবির সঙ্গে। তাই এই ছবিতে কাজ করতে পেরে আমি খুব খুশি।
প্র: ছবির ট্রেলারে একটা পরিবারের বিভিন্ন ভালো খারাপ মুহূর্তের গল্প তুলে ধরা হয়েছে। কী বলবে তুমি ছবির গল্প নিয়ে?
দেবলীনা: এই ছবির ট্রেলারে এমন এক পরিবারকে দেখা গিয়েছে যারা দার্জিলিংয়ে নিজেদের পৈতৃক বাড়িতে অনেক বছর পর আবার একসঙ্গে দেখা করেছেন। দেখা করার পর কী কী ঘটনা ঘটেছে? সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। এখানে আমি একটি অবাঙালী মেয়ের চরিত্রে অভিনয় করেছি। কীভাবে বাঙালী যৌথ পরিবারে সে মানিয়ে নেবে সেটাও দেখা যাবে এই ছবিতে।
প্র: বাস্তবে তোমার সঙ্গে এই চরিত্রটির কী কোনও মিল রয়েছে?
দেবলীনা: পেশাগত দিক থেকে মিল থাকলেও অন্য কোনও বিষয় নিয়ে মিল নেই।
প্র: এই ছবিতে বহু সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের দেখা গিয়েছে। তাদের সঙ্গে অভিনয় করা কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে তোমার?
দেবলীনা: ছবিতে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে একমাত্র সোহিনী ছাড়া সবাই আমার সিনিয়র। কিন্তু অপুদা ও তনুশ্রীদি'র সঙ্গে আমি আগেও কাজ করেছিলাম। তবে অন্যদের সঙ্গে প্রথমবার কাজ করেছি আমি। ছবিতে একটা সিন আছে যেখানে বাড়ির সবার সামনে আমার একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করতে হয়েছিল। সেদিন আমি খুব নার্ভাস ছিলাম।
প্র: এই ছবিতে তোমার বিপরীতে কাকে দেখতে চলেছি আমরা?
দেবলীনা: আমার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা গৌরব চক্রবর্তীকে।
প্র: তুমি আর গৌরবদা অ্যাডভেঞ্চার, সাইকেলিং ইত্যাদি করতে পছন্দ করো। তাহলে কাঞ্চনজঙ্ঘায় শুটিং করতে গিয়ে কী কী করেছ?
দেবলীনা: খুব মজা করেছি আমরা। আমরা প্রায় বারো-তেরো দিন ওখানে ছিলাম। ওখানে থেকে ফেরার পরেই আমার বিয়ে হয়েছে। দু'দিন আমরা অনেক রাত পর্যন্ত জেগেও ছিলাম। এরকম আউট মাঝে মাঝে হলে খুব ভালোই হয়।
প্র: গৌরবদা তোমার ছবির ট্রেলার দেখে কী বলেছে?
দেবলীনা: ছবির ট্রেলারটা দেখার পর অন্য কারুর ব্যাপারে কিছু না বললেও। আমার ব্যাপারে বলেছে যে আমাকে ছবিতে খুব ভালো লাগছে।
প্র: কাঞ্চনজঙ্ঘা নিয়ে সবারই অনেক স্মৃতি জড়িয়ে থাকে। শুটিং করার সময় কী তোমারও এরকম কিছু মনে পড়েছে?
দেবলীনা: শুটিংয়ের আগে আমি মোট তিনবার কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিলাম। কিন্তু এই শুটিং করতে গিয়ে অনেক নতুন মজার ঘটনা ঘটেছে।
খেলা খেলবেন নতুন দেবলীনা কুমার
প্র: সত্যজিৎ রায়?
দেবলীনা: 'কাঞ্চনজঙ্ঘা'।
প্র: কাঞ্চনজঙ্ঘা?
দেবলীনা: 'আবার কাঞ্চনজঙ্ঘা'। ফার্স্ট এপ্রিল মুক্তি পাবে।
প্র: বসন্ত?
দেবলীনা: প্রেম।
প্র: ব্রেকআপ
দেবলীনা: প্রচুর হয়েছে ছোটবেলায়।
প্র: ট্রেকিং?
দেবলীনা: ট্রেকিং করার ইচ্ছা রয়েছে। আমার স্বামী অনেক ট্রেকিং করেছে। আমিও করব।
প্র: বেস্ট ফ্রেন্ড?
দেবলীনা: আমি নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড।
প্র: তোমার আর গৌরবদা'র নতুন ছবি আসছে শুনলাম। সেই ছবি সম্পর্কে কিছু বলো?
দেবলীনা: ছবিটা আমরা তিন বছর আগে শুট করেছিলাম। ছবিতে আমাকে আর গৌরবকে ‘গেস্ট অ্যাপেয়ারেন্স’এ দেখা যাবে। মূলত দাদু-নাতির গল্প দেখানো হয়েছে এই ছবিতে।
প্র: ১ মার্চ মুক্তি পাবে 'আবার কাঞ্চনজঙ্ঘা' সেই নিয়ে দর্শকদের কী মেসেজ দেবে তুমি?
দেবলীনা: ছবিটা আমরা দেড় বছর আগে আমরা শুটিং করেছি। শুধুমাত্র প্রেক্ষাগৃহে রিলিজ করার জন্যেই এতদিন ছবির মুক্তি স্থগিত ছিল। তাই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন।