বাংলা-বিহুতে অদিতি

ছোট বয়সেই লোক সঙ্গীত ও সুফি সঙ্গীত শেখা শুরু করেছিলেন তিনি। তারপর জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মঞ্চে পারফর্ম করেছেন তিনি। লোক সঙ্গীত শিল্পী নাম অদিতি চক্রবর্তী। সম্প্রতি জিয়ো বাংলার পর্দায় আড্ডা দিতে এসে নিজের নতুন গান নিয়ে কথা বললেন অদিতি চক্রবর্তী।

প্র: তোমার একটা বিশেষ গান মুক্তি পেতে চলেছে। সেই গানের ব্যাপারে একটু বলুন…

অদিতি: আগামী ১৯ মে আসতে চলেছে আমার আর জ্যোতি শর্মার একটা ডুয়ো প্রজেক্ট। যেখানে বেঙ্গলি ফোকের সঙ্গে বিহু ফিউশন করেছি আমরা। আশা করছি মানুষের খুব ভালো লাগবে।

প্র: গানের শুটিং অভিজ্ঞতা একটু বলুন
অদিতি: প্রথম কথা হল জ্যোতি নন বেঙ্গলি। তাই জ্যোতির বাংলা বলতে একটু সমস্যা হয়। তবে বাংলা ফোক গানেও ওর গাওয়া কিছু কিছু পার্ট রয়েছে। আর বিহুতেও আমার গাওয়া কিছু কিছু পার্ট রয়েছে। তাই খুব ইন্টারেস্টিং লেগেছে প্রথমবার এরকম একটা কাজ করে।

প্র: প্রথমবার প্রত্যুষদার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল?
অদিতি: প্রত্যুষদা এত সিরিয়াস একজন মানুষ। তাঁর সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ এসেছে এটাই একটা পাওয়া। ভেবেছিলাম দাদা বকা টকা দেবে কিন্তু একদমই তাই নয়। বরং আমাদের ধৈর্য নিয়ে বুঝিয়ে বুঝিয়ে কাজ করিয়েছেন।

প্র: ফোক গানের সঙ্গে নিজেকে রিলেট করতে পারলি কবে থেকে?
অদিতি: আমার জনারটা ছিল ফোক অ্যান্ড সুফি। আমি সুফিও গাইতাম কিন্তু রিয়্যালিটি শোয়ে পারফর্ম করার পর থেকে আমি শুধু ফোক নিয়েই চলছি। আসলে ফোক আমার ভালো লাগে কারণ কোথাও গিয়ে যেন রিলেট করতে পারি। গানের কথা, সুর, মজায় আনন্দের সঙ্গে নেচে গান গাইতে পারি। এই বিষয়টার জন্যই ফোক আমাকে টানে।

প্র: ছোট থেকেই কী ফোক গান নিয়ে ইন্টারেস্ট ছিল?
অদিতি: খুব ছোট থেকেই আমি গান গাইছি। যে সময় আমার বোঝার শক্তি হয়েছে সেই সময় থেকেই আমি ফোক গাইছি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...