Eyeshadow tips: প্যাচি আইশ্যাডো ঠিক করবেন কীভাবে?

প্রতিদিন মেকআপ করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম হল আইশ্যাডো প্যাচি হয়ে যাওয়া। এই সমস্যার কীভাবে সহজ সমাধান করা যাবে এই নিয়েই কথা বললেন মেকআপ আর্টিস্ট রিমি দাস...

হাইলাইটস:

১। আইশ্যাডো প্যাচি হয় কেন?

২। মেকআপ করার সময় ঘাম হলে, কি করা উচিত?

৩। আইশ্যাডো দিয়ে কিভাবে ডার্ক সার্কেল হাইড করা যায়?

আইশ্যাডো প্যাচি হয় কেন?

আইশ্যাডো প্যাচি হয়ে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। কেউ যদি খুব বয়ষ্ক হয় তবে তার চোখের উপরে চামড়াটা কোঁচকানো থাকে ফলে সে মেকআপ করলে তার আইশ্যাডোটা প্যাচি মনে হতে পারে। অল্পবয়সী মানুষদেরও যদি মুখে রিংকেল থাকে তবে আইশ্যাডোটা প্যাচি মনে হতে পারে। এছাড়াও যাদের ত্বক খুব তেলতেলে তারা এই সমস্যার মুখোমুখি হয়।

প্যাচি আইশ্যাডো ঠিক করা যায় কীভাবে?

এক্ষেত্রে প্রথমে আই মেকআপ করার আগে প্রাইমার ব্যবহার করে নিলে আইশ্যাডো বেশিক্ষণ ঠিক থাকে। এছাড়াও যাদের চেহারায় রিংকেল থাকে তাদের কম আইশ্যাডো ইউজ করতে হবে এবং শিমার কম ব্যবহার করলে আইশ্যাডো সুন্দর লাগবে। এছাড়াও আইলাইনার খুব সরু করে পড়তে হবে, তাহলে আই মেকআপ ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবেনা।

মেকআপ করার সময় ঘাম হলে, কি করা উচিত?

বেশি ঘেমে যাওয়া অয়েলি স্কিনের লক্ষণ। ফলে সেক্ষেত্রে মেকআপ কেনার ক্ষেত্রে ম্যাড মেকআপ প্রোডাক্ট কেনা উচিত। এছাড়াও মেকআপ করার আগে বরফ কুচি মুখে কিছুক্ষণ বুলিয়ে নিলে ঘাম কম হয়। অনেকের স্কিনে ওপেন পোর্স থাকে। তাই মেকআপের আগে পোর্স মিনিমাইজ প্রাইমার ইউজ করতে হবে।

আইশ্যাডো কীভাবে সেট করতে হবে?

স্কিনটোন বুঝে সবসময় মেকআপ প্রোডাক্ট সিলেক্ট করা উচিত। যদি স্কিন খুব ড্রাই মনে হয়, তবে প্রথমে মশ্চারাইজার ইউজ করে তারপর কন্সিলার ব্যবহার করতে হবে। আর যদি স্ক্রিন তেলতেলে হয়, তবে লিকুইড বেস কন্সিলার বা ম্যাড কন্সিলার ব্যবহার করতে হবে।

স্কিন শেড অনুযায়ী কেমন রঙ সিলেক্ট করা উচিত?

স্কিনের বিভিন্ন টোন আছে, যেমন কুল টোন, ওয়ার্ম টোন বা নিউট্রাল টোন। যেকোনো ধরনের শেড ব্যবহার করা যায় নিউট্রাল টোনে। কিন্তু ওয়ার্ম আন্ডারটোন যেহেতু একটু ইয়োলিস্ হয়, ফলে হলুদ, কমলা, রেড - এই রঙগুলো বেশি ভালো লাগে। আর কুল আন্ডারটোনে নীল, ব্লু এমন সব ডার্ক রঙ সুন্দর লাগে।

এখন খুব প্রচলিত স্মোকি আইশ্যাডো। তবে এই আইশ্যাডো যেহেতু ডার্ক কালারের হয়, তাই কুল আন্ডারটোনের ক্ষেত্রে এটি ব্যবহার করা ভালো।

প্রতিদিন মেকআপের ক্ষেত্রে কেমন আইশ্যাডো করা উচিত?

নিউট্রাল মেকআপ করতে হবে। পোশাক থেকে সাজ-সজ্জা সমস্তটাই হালকা হতে হবে। আই মেকআপের ক্ষেত্রে নিউড কালার, যেমন ব্রাউন, ব্ল্যাক ইত্যাদি টোন ব্যবহার করতে হবে।

দর্শকদের প্রশ্ন:

আইশ্যাডো দিয়ে কিভাবে ডার্ক সার্কেল হাইড করা যায়?

ডার্ক সার্কেল এর উপরে খুব লাইট কালারের কন্সিলার ইউজ করলে সেটি আরো ফুটে ওঠে। তাই অরেঞ্জ কারেক্টার ইউজ করে তার উপর মেকআপ করলে ডার্ক সার্কেল বোঝা যাবে না।

আইশ্যাডো ভালোভাবে ব্লেন্ড করা যায় কীভাবে?

প্রথমেই দরকার প্র্যাকটিস। বারংবার আইশ্যাডো করার ফলে এই প্র্যাকটিসটা তৈরি হবে, ফলে ভুল হবে না। মেকআপ ব্রাশ খুব হালকা হাতে ধরে ব্লেন্ড করতে হবে। তবে আইশ্যাডো খুব সুন্দরভাবে ফুটে উঠবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...