চোখ হোক নজরকাড়া

শীত মানেই বিয়ে বাড়ির মরসুম। সঙ্গে পার্টি, পিকনিক গেট-টু-গেদার তো লেগেই আছে। লোকজন, হইচই জমজমাট ব্যাপার! বেনারসি, কাঞ্জিভরম, জারদৌসির চোখ ধাঁধানো গ্ল্যামারে সাজগোজটাও জমকালো না হলে হয়! মা-দিদার আলমারি থেকে বেরনো বেনারসি হোক বা, ওয়েস্টার্ন সব কিছুতেই গর্জাস! সঙ্গে মেকআপটাও

ট্রেন্ড মিলিয়ে সাজগোজ আর মেকআপ, আসল নজর কিন্তু চোখের দিকে। আসলে বিয়ে বাড়ি হোক বা কলেজ, সাজসজ্জায় খুব গুরুত্বপূর্ণ হল চোখ। না হলে সাজ জমে না। কাজল নয়না চোখটাই তো মন কেড়ে নেয়।

মুখের মেকআপ আর চোখের মেকআপে ভারসাম্য থাকা খুব জরুরি। চোখের মেক আপ কেমন হবে তার ওপর নির্ভর করে গোটা সাজসজ্জাটাই।

তার জন্যই কাজলআইলাইনারমাস্কারাশ্যাডোর আয়োজন। আই মেকআপের ট্রেন্ড চেঞ্জ হয়। তবে ন্যাচারাল লুক আর স্মোকি সব সময় ইন থিং। বিয়ে বাড়িতে চোখের মেকআপ হয় ভারি।

যে কোনও মেকআপের আগেই দরকার হয় স্কিন প্রিপারেশনের। কিন্তু মেকআপ কখনই বাড়াবাড়ি টাইপ হবে না। আইডিয়াল আই মেকআপ কেমন হয় তা জানালেন মেকআপ আর্টিস্ট রেশমী চক্রবর্তী

আই মেকআপ শুরু করার আগে মুখের কালো প্যাচ অরেঞ্জ কারেকটার দিয়ে ঢেকে দিতে হবে। তারপর লাইট বেস মেকআপ হবে। তাতে মুখের খুঁত ঢেকে যাবে। চোখের মেকআপ করার সময় নজর দিতে হবে আইব্রোর ওপরও। চোখে মেকআপের সময় এক্সট্রা ওয়েল চলে আসা একটা সমস্যা।

তাই একটাপাফ দিয়ে সেই এক্সট্রা অয়েল শুষে নিতে হবে।তারপর লাগবে থিক একটা কনসেলার বা আইবেস। আইশ্যাডোর কালার বোঝানোর জন্য থিক আইবেস ভালো। বেসিক আই মেকআপে নিউট্রাল কালার বা ব্রাউনিজ শেড লাগে। আইলিডে অ্যাপ্লাই করতে হবে। শেড এক বা একাধিক যাই হোক না কেন ঠিকঠাক ব্লেন্ডিং জরুরি। রাতের মেকআপকে গ্লিটার ব্যবহার করতে পারেন। স্পার্কেল, গ্লিটার, সিমার ব্যবহার করা যায়। তিনটে জিনিস এক মনে হলেও আসলে কিন্তু আলাদা। চোখের মেকআপকে কোল আই পেনসিল সবচেয়ে সহজ। বিশেষ করে যারা সবে মেকআপ শিখছে। স্মাজ করাও যায় খুব তাড়াতাড়ি। চোখের মেকআপের একেবারে শেষ ধাপে আই বোন হাইলাইট করুন। আই মেকআপ হেভি হলে লিপ হবে লাইট। তবেই ভারসাম্য ঠিক থাকবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...