অতিমারীতে ত্রস্ত যখন রাজ্যবাসী তখন বারবার দেখা গিয়েছে তাঁকে। আশ্বাসে-বিশ্বাসে মানুষের ভরসা হয়ে উঠেছেন তিনি। প্রখ্যাত চিকিৎসক ডাঃ কুণাল সরকার। চিকিৎসা ক্ষেত্রের মানুষ হয়েও তিনি এই শহরের বলিষ্ঠ এক নাগরিক কণ্ঠ। বর্তমানে তিনি মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের ভাইস-চেয়ারম্যান ও হেড কার্ডিয়াক সার্জেন। অতিমারী বিধি মেনেও কীভাবে জীবনকে সহজ করা যায়, সেই প্রসঙ্গে মুখোমুখী হলেন জিয়ো বাংলার।
প্র: কোভিড আসার পর কী কী সমস্যায় পড়তে হয়েছে?
ডাঃ কুণাল সরকার: কোভিড আসার আগে আমরা শুধু মাত্র 'লাইফ স্টাইল ডিজিজের' চিকিৎসা করতাম। কিন্তু একশো বছর আগে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশনজনিত রোগ দেখা দিত। তারপর মানুষ বিভিন্ন ধরনের নিয়ম মেনে চলা শুরু করে। যার ফলে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক কমে যায়। তারপর হঠাৎ করে কোভিড পরিস্থিতি শুরু হয় যায়। এর ফলে চিকিৎসকদের মনে প্রশ্ন জাগে কীভাবে সংক্রমণ আটকাবো? কীভাবে রোগীদের চিকিৎসা করবো? নিজেও কিভাবে কোভিড এড়িয়ে চলবেন? যদিও ফার্স্ট ওয়েভ ও সেকেন্ড ওয়েভের সময় আমি তিন থেকে চার জন কোভিড রোগীর অস্ত্রপ্রচার করেছি। তবে এই পরিস্থিতির মধ্যে অভিজ্ঞতাও বেড়েছে আমার মতো চিকিৎসকদের।
প্র: কোভিডের পাশাপাশি বর্তমানে ওমিক্রণ সংক্রমণ বেড়েছে। ওমিক্রণ থেকে বাঁচতে কী কী নিয়ম মেনে চলতে হবে?
কুণাল: আসলে সাধারণ করোনা ভাইরাস ও ওমিক্রণ দুটি একই প্রজাতির ভাইরাস। কিন্তু নিজের জিন গত বৈশিষ্ট কিছুটা পরিবর্তন করেছে এই ভাইরাস। যার ফলে সাধারণ করোনা ভাইরাসের চেয়ে এই ভাইরাস বেশি সংক্রমিত হয়।
প্র: এই পরিস্থিতিতে মানুষ সচেতন না হয় তাহলে কী হবে?
কুণাল: মানুষ এখন যথেষ্ট সচেতন। আনন্দটাও তো সচেতনতা। মানুষ আজ সব বিষয় নিয়েই সচেতন।
প্র: অনেকেরই মাস্ক পরলে অসুবিধা হয়। তাহলে কী পরা উচিত নয়?
কুণাল: শুধু মাত্র মাস্ক পরে ভাইরাস সংক্রমণ আটকানো সম্ভব না। মাস্ক ভাইরাসের ড্রপলেট আটকায় কিন্তু ভাইরাসকে আটকাতে পারে না। তাই ভাইরাসের এয়ারোসলকে আটকাতে পারে না মাস্ক। তাই মাস্ক পরলেই যে ভাইরাস আটকাবে এরকম কোনও মানে নেই।
প্র: ভ্যাকসিন নেওয়ার পর কী সংক্রমিত হওয়ার সম্ভবনা কমে গিয়েছে?
কুণাল: ভ্যাকসিন নেওয়ার পরেও ভাইরাসের সংক্রমিত হওয়ার সম্ভবনা রয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরেও ১০০ জনের মধ্যে প্রায় ৫০ জন আবার করোনা আক্রান্ত হতে পারেন।
প্র: এই পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ কীভাবে সচেতন হবে?
কুণাল: এখন ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে আমাদের। তবে সব কোভিড প্রোটকল মেনে চলতে হবে আমাদের।