‘জিয়ো আড্ডা উইথ লাবণ্য’ শোয়ে আজ অতিথি এই সময়ের সেনসেশন ‘নন্দী সিস্টার্স’ ডুওর অন্যতমা অন্তরা নন্দী। এ আর রহমানের সুরে ‘পোন্নিয়িন সেলভান’ ছবিতে ইতিমধ্যেই গান গেয়েছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ’ ছবির ‘যাইও না যাইও না কন্যা’ এবারের পুজো হিট। মিউজিক অন্তরার প্যাশন। গোটা দুনিয়াকে গানে মাতিয়েছেন। কোভিডের সময় ব্যালকনি কনসার্টের জন্য অপেক্ষা করে থাকত মানুষ। তাঁর গানের অনুপ্রেরণা কে? এআর রহমানের সঙ্গে কাজ করার সুযোগ কীভাবে হল? কেমন সেই অভিজ্ঞতা? রাজারহাটের ‘দ্য ওয়েস্টিন’-এর অন্দরে একান্ত আড্ডায় শেয়ার করলেন তাঁর গান আর জীবনের অজানা গল্প
জিয়ো বাংলাঃ কেমন আছ বলো?
অন্তরা নন্দীঃ আমি ফাটাফাটি আছি!
জিয়ো বাংলাঃ এখন কলকাতায় রয়েছ, নাকি আবার চলে যাবে মুম্বইতে ?
অন্তরা নন্দীঃ আমি থাকি পুণে। কাজের সূত্রে আপ-এন্ড-ডাউন করতে থাকি। কিন্তু আপাতত পুণে।
জিয়ো বাংলাঃ তোমার কি হোমটাউন অসমে?
অন্তরা নন্দীঃ হ্যাঁ, অরিজিনালি আমরা অসমের। প্রবাসী বাঙালি। মা-বাবার জন্ম, বেড়ে ওঠা ওখানেই। কিন্তু আমার যখন সাড়ে চার বছর বয়স আমরা কলকাতায় চলে আসি। আমার সম্পূর্ণ স্কুলিং, গান শেখা সবটাই এখানে। ১৪ বছর এখানেই ছিলাম। পুণে আমরা শিফট করি আমার গ্রাজুয়েশনের জন্য ২০১৭ সালে। এখন পুণেই ঘরবাড়ি।
জিয়ো বাংলাঃ ব্যালকনি কনসার্ট কীভাবে শুরু হল, প্লেব্যাক?
অন্তরা নন্দীঃ আমি আর আমার বোন যখন ব্যালকনি কনসার্ট আপলোড করতে শুরু করি সে সময় মনে আছে মায়ের সঙ্গে কথা হয়েছিল, মাকে বলেছিলাম, 'মা, প্লেব্যাক হবে না' কিন্তু তা বলে তো এটা তো না যে সিনেমায় গাইনি বলে গায়িকা নই। আমরা নিজের গান বাজনাই করব। আমরা কম্পোজারই। আমরা কখনও প্লে ব্যাক সিঙ্গার হতে পারব না এখান থেকে সিনেমায় নিজের গলার গান বাজতে শোনা এটা 'হিউজ ড্রিম কাম ট্রু'। একেবারে অন্যরকম একটা অনুভূতি। আর কোনও দিন ভাবিনি আমার ইন্ডাস্ট্রিতে ফর্মাল ইন্ট্রোডাকশন হবে আর সেটা রহমান স্যার নিজে করবেন।
জিয়ো বাংলাঃ কেমন ছিল রহমানের মুহূর্ত?
অন্তরা নন্দীঃ উনি এসে লম্বা কথা বললেন মায়ের সঙ্গে। মা তো কেঁদে ফেলেছিলেন। মা অবাক হয়ে গিয়েছিলেন ওঁর কথা শুনে। উনি আমাদের কে ভরসা দিলেন। বললেন যেটা করছ ওটাই করো। তোমরা নিজেরাই নিজেদের পরিচিতি তৈরি করতে পারবে।
Venue Partner: The Westin Kolkata, Rajarhat
Connect with Westin Kolkata::
👉 Instagram: https://instagram.com/thewestinkolkata
👉 Facebook: https://www.facebook.com/profile.php?id=61553359814425