উস্তাদ বিসমিল্লা খান পুরস্কার প্রাপ্ত বাংলা নাট্যজগৎ এর সংগীত নির্দেশক শুভদীপ গুহ। তাঁর এই পুরস্কার প্রাপ্তি বাংলা থিয়েটারে গর্বের। থিয়েটার পাড়ার অতি চেনা মুখ শুভদীপ ওরফে ‘বাবান’।খ্যাতনামা নাট্য নির্দেশক প্রবীর গুহের পুত্র তিনি। ছোটবেলা থেকে নাটক গানের মধ্যে দিয়ে বড়ো হয়ে ওঠা। ‘অথৈ জল’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘বুক ঝিমঝিম এক ভালোবাসা’, ‘মুম্বই নাইটস’, ‘মৃত্যুঞ্জয়’ -এর মত সফল নাটকে কাজ করেছেন। ছোটবেলা থেকে নাটক গানের মধ্যে দিয়ে বড়ো হয়ে ওঠা। নাটকে সংগীত নির্দেশনার কাজ ছাড়াও তাঁর নিজস্ব গানের দল আছে। করেছেন ওয়েব সিরিজেও কাজ। এছাড়া, এন এস ডি সিকিম রেপার্টরির একজন শিক্ষক। তাঁর থিয়েটার জীবন নিয়ে কথা বললেন জিয়ো বাংলার সঙ্গে।