স্কিন টোন অনুযায়ী সঠিক ফাউন্ডেশন বাছবেন কীভাবে? ত্বকে ফাউন্ডেশন ব্যবহারে ব্রাশ,স্পঞ্জ না হাতের আঙুল— কোনটি সবচেয়ে ভালো? নিখুঁত ফাউন্ডেশন লুকের জন্য স্কিনের প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ? টিপস দিলেন মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলার শতাব্দী মিদ্যা।
হাইলাইটসঃ
১। স্কিন টোন অনুযায়ী সঠিক ফাউন্ডেশন বাছবেন কীভাবে?
২। ত্বকে ফাউন্ডেশন ব্যবহারে ব্রাশ না স্পঞ্জ কোনটি সবচেয়ে ভালো?
৩। নিখুঁত ফাউন্ডেশন লুকের জন্য স্কিনের প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ?
নিখুঁত ফাউন্ডেশন লুকের জন্য স্কিনের প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ?
যেকোনো ত্বকের ক্ষেত্রেই মেকআপের আগে স্কিন প্রস্তুত করা জরুরি। এর পদ্ধতিগুলি হল –
১। ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন
২। ত্বক অনুযায়ী সঠিক টোনার ব্যবহার করুন
৩। মশ্চারাইজার ও সান্সক্রিম ব্যবহার করুন
স্কিন টোন অনুযায়ী সঠিক ফাউন্ডেশন বাছবেন কীভাবে?
১। ফাউন্ডেশন শেড নম্বার দেখে কিনুন
২। কালার চার্ট দেখতে পারেন
৩। কানের ও গলার স্কিন টোন অনুযায়ী শেড বেছে নিন
প্রত্যেক মানুষের আন্ডারটোন আলাদা থাকে। সেই অনুযায়ী সঠিক ফাউন্ডেশন বেছে নিতে হবে।
ত্বকে ফাউন্ডেশন ব্যবহারে ব্রাশ,স্পঞ্জ না হাতের আঙুল— কোনটি সবচেয়ে ভালো?
যারা নতুন নতুন মেকআপ ব্যবহার করছেন, তারা স্পঞ্জ ব্যবহার করতে পারেন। স্পঞ্জ ব্যবহার করলে মেকআপ ভালো করে ব্লেন্ড হবে। তবে যারা দীর্ঘদিন ধরে মেকআপ ব্যবহার করছেন, তারা ব্রাশ ব্যবহার করুন।
মেকআপের কেকি ভাব কাটাবেন কীভাবে?
দিনের সময় সিরাম বেসড ফাউন্ডেশন ব্যবহার করলে মেকআপ কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেকারণে দিনের সময় এমন ফাউন্ডেশন ব্যবহার এড়িয়ে চলুন। কিন্তু রাতের সময় মেকআপে সিরাম বেসড ফাউন্ডেশন ব্যবহার করলে কোনও অসুবিধা নেই।
এছাড়াও খুব সামান্য পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে ও সময় নিয়ে ব্রাশ বা স্পঞ্জের মাধ্যমে সেটি ব্লেন্ড করতে হবে। এরপর পছন্দের কমপ্যাক্ট পাউডার দিয়ে মেকআপ সেট করে নিতে ভুলবেন না।
নিখুঁত ফাউন্ডেশন লুক টিপসঃ
১। প্রথমেই ত্বক প্রস্তুত করে নিন
২। যাদের পোর্সের সমস্যা আছে, তারা সিলিকন বেসড ফাউন্ডেশন ব্যবহার করুন
৩। নিজের সঠিক শেড অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করুন
৪। পাউডার দিয়ে মেকআপ সেট করুন
৫। পছন্দ অনুযায়ী ব্লাশ ও হাইলাইটার ব্যবহার করুন
নো-মেকআপ মেকআপ লুকের জন্য কীভাবে ফাউন্ডেশন ব্যবহার করবেন?
সঠিকভাবে কন্সিলার ব্যবহার করুন। এক্ষেত্রে পিচ কারেক্টর খুব ভালো কাজ করে। এরপর নিজের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন দিয়ে লুক সেট করে নিন।