বিশেষভাবে সক্ষমদের মনোবল বাড়াতে শিশুদের কী ধরনের থেরাপির প্রয়োজন?

বিশেষভাবে সক্ষম মানুষদের সমাজের স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনাই লক্ষ্য হওয়া উচিত। তারাও আর পাঁচজনের মতোই স্বাভাবিক জীবনে অভ্যস্থ হোক এটাই কাম্য। তাদের আচরণগত বিকাশ ঘটাতে কী করতে হবে সেই টিপস দিলেন কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যান্ড রিহ্যাবিট্যাশন অ্যাডমিনিস্ট্রেটর/কাউন্সিলর নীলাংশুক দত্ত (Consultant Psychologist And Rehabilitation Administrator/Counsellor-Nilansuk Datta)


কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যান্ড রিহ্যাবিট্যাশন অ্যাডমিনিস্ট্রেটর/কাউন্সিলর (Consultant Psychologist And Rehabilitation Administrator/Counsellor-Nilansuk Datta) নীলাংশুক দত্ত বলেছেন, স্পেশালি এবেল অর্থাৎ যাদের কিছু স্পেশ্যাল নিডস রয়েছে। সেই স্পেশ্যাল নিডস সামাজিক, মানসিক ও শারীরিক বিভিন্ন জায়গা থেকে। এই ধরনের স্পেশ্যাল নিডস আছে কী না তা বোঝার জন্য বিভিন্ন ধরনের টেস্ট ও ডায়াগনস্টিক পরীক্ষার প্রয়োজন হয়। এই ধরনের সমস্যা থাকলে তার চিকিৎসার জন্যও ডায়াগনস্টিক পরীক্ষার প্রয়োজন হয়। তবে ট্রিটমেন্টের সময় সিম্পটম্যাটিক ট্রিটমেন্ট করাতে হবে। আসলে থেরাপির মাধ্যমেই ট্রিটমেন্ট করা হয়।

এই থেরাপিগুলোর মধ্যে অন্যতম হল মিউজিক বেস ইন্টারভেনশন। প্রায় সব মানুষের ভাল লাগে মিউজিক শুনতে। এই থেরাপি খুব কার্যকরী ব্রেনের জন্য। তবে অনেক ক্ষেত্রে মা-বাবারা শিশুর এই সমস্যা কথা লুকিয়ে রাখেন। কিন্তু এমনটা করা উচিত নয়। যদি সত্যিই মানসিক বা অন্য কোনও কারণে এমন কোনও সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসক বা সাইকোলজিস্টের পরামর্শ নিতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...