Effects Of Pollution: পরিবেশ দূষণের জেরে কী ভাবে ক্ষতিগ্রস্থ হয় আমাদের শরীর?

উৎসবের মরসুমে দূষণ কেন বাড়ে? পরিবেশ দূষণের জেরে কী ভাবে ক্ষতিগ্রস্থ হয় আমাদের শরীর? COPD সমস্যায় বায়ু দূষণ কতটা দায়ী? বাড়ির বাইরের জল পান করা কি বিপদজনক? দূষণ থেকে বাঁচার উপায় কী? পরামর্শ দিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডাঃ স্বাতী নন্দী চক্রবর্তী (Dr Swati Nandi Chakraborty, Environment scientist)

 

হাইলাইটসঃ
১। পরিবেশ দূষণের কারণ কী?
২। COPD সমস্যায় দূষণ কতটা দায়ী?
৩। পরিবেশ দূষণ প্রতিরোধ করার উপায় কী?

পরিবেশ দূষণের কারণ কী?

পরিবেশ দূষণের কারণ বহুমুখী। দৈনন্দিন জীবনে এই দূষণের প্রভাব এসে পড়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর। এর বিভিন্ন ভাগ রয়েছে, যেমন শব্দদূষণ, বায়ুদূষণ, জলদূষণ ইত্যাদি।

জলদূষণ: জলের মধ্যে ভারী ধাতু, আর্সেনিক ও নানান বর্জ্য পদার্থ যোগ হলে সেই জল দূষিত হয়। আর এই দূষিত জলের সংস্পর্শে কোনো প্রানী বা উদ্ভিত এলে, তার প্রভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে টাইফয়েড, ডাইরিয়া সহ নানা রোগ দেখা দেয়। এছাড়াও হাড়ের ক্ষয়, নখ ও ত্বকের উপর এই দূষণের ক্ষতিকারক প্রভাব পড়ে।

বায়ুদূষণ: বায়ুদূষণেরও নানান উৎস থাকে। গাড়ি থেকে নির্গত হওয়ার ধোঁয়ার মধ্যে নানান ক্ষতিকারক পদার্থ থাকে, যা নির্মল বায়ুকে দূষিত করে দেয়। আপাতদৃষ্টিতে এই দূষণ বোঝা না গেলেও নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে ক্ষতিকর পদার্থ। বিশেষজ্ঞরা এয়ার কোয়ালিটি ইনডেক্স পরিমাপ করে এই দূষণের পরিমাপ করেন। জায়গা বিশেষে এই দূষণের বিভিন্ন কারণ থাকে, কিন্তু এর প্রভাব সবার উপরে পড়ে।

পরিবেশ দূষণ প্রতিরোধ করার উপায় কী?

এটি প্রতিরোধ করার জন্য মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে এবং দূষণের কারণ গুলি অনুসন্ধান করে বুঝতে হবেই দূষণ থেকে কীভাবে মুক্তি পাওয়া সম্ভব।

১। দূষণ প্রতিরোধে আমাদের চারিপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
২। জীবাণুবিয়োজ্য বর্জ্য পদার্থ ভাগ করতে হবে।
৩৷ ইলেকট্রনিকস বর্জ্য পদার্থ নিয়ে সচেতনতা অবলম্বন করতে হবে।

শব্দ দূষণ কতটা ক্ষতিকারক?

কিছুদিন আগেই দুর্গাপূজা উৎসব উপভোগ করেছে সাধারণ মানুষ। আলো, আলোড়ন, সংগীতে মুখর হয়ে উঠেছিল চারিদিক। কিন্তু এই আনন্দ উৎসব পালনের জন্য মাইকের প্রচন্ড আওয়াজ শব্দ দূষণ ডেকে এনেছিল। এই অত্যাধিক আওয়াজ শরীরের পক্ষে ক্ষতিকর। বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটি অনেক বেশি ক্ষতি করে। এমনকি, বাড়ির পোশ্য বা সদ্যজাত বাচ্চারাও এই অত্যাধিক আওয়াজের কারণে আতঙ্কিত হয়ে পড়ে। তাদের কথা মাথায় রেখে স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

উৎসব প্রত্যেকের ক্ষেত্রেই উপভোগ্য। কিন্তু উৎসব পালনের সাথে এ কথা মাথায় রাখতে হবে, আমাদের কারণে অন্যরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। শুধুমাত্র উৎসব নয় সারা বছরই যাতে পরিবেশবান্ধব পরিস্থিতি বজায় রাখা যায় সেই চেষ্টা করতে হবে।

COPD সমস্যায় দূষণ কতটা দায়ী?

বর্তমান সময়ে বহু মানুষ COPD আক্রান্ত হয়ে পড়ছে। এই অসুখের একটি বড় কারণ বায়ু দূষণ। শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষ নয়, এমন কি ছোট বাচ্চাদের মধ্যেও এই রোগ বেড়ে চলেছে।

এই রোগ প্রতিরোধের প্রধান উপায় মাস্ক ব্যবহার করা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকা।

দর্শকদের প্রশ্ন :

চুল পড়ার কারণ কী দূষণ?

চুল পড়ার অন্যতম একটি কারণ দূষণ। রোজকার যাতায়াতের কারণে আমাদের চুলের মধ্যে যে ময়লা জমছে তার ফলে চুল পড়ে এবং চুল পরিষ্কারের জন্য অস্বাস্থ্যকর জল ব্যবহারের ফলেও এই সমস্যা দেখা দেয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...