গরমে চুলের যত্ন কীভাবে নিতে হবে?

গরম পড়তে না পড়তেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সকলে। যার মধ্যে অন্যতম হল চুলের সমস্যা। তাই এই চুলের বেশি যত্ন নিতে হয়। তবে চুলের যত্ন নিতে কিছু নিয়ম মেনে চলতে হবে সকলে। এবার সেই নিয়মগুলি বলবেন বিউটি এক্সপার্ট ফিরদৌসি হক।

বিউটি এক্সপার্ট ফিরদৌসি হক (Firdousi Haque) জানিয়েছেন, ঘন আর মজবুত চুলের জন্য আমাদের লাইফস্টাইলটা ঠিক রাখতে হবে। ধূমপান বা অ্যালকোহল জাতীয় পানীয় দ্রব্যের ব্যবহার বন্ধ করতে হবে। সময় মতো ঘুমোতে হবে। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়া কমাতে হবে। অনেক সময় চুল ফ্রিজি ও ড্রাই হয়ে যায়। চুলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করলে ও সময় মতো চুল না ধুলে বা শ্যাম্পু না করলে এই সমস্যা দেখতে পাওয়া যায়। আর প্যারাবিন ও সালফেট ফ্রি শ্যাম্পু সব সময় ব্যবহার করতে হবে। কারণ এই দ্রব্যগুলি চুল আরও ড্রাই করে দেয়। অন্যদিকে ওয়েলি স্ক্যাল্পের সমস্যায় হরমোনাল চেঞ্জের ফলে হতে পারে। পিরিয়ডসের আগে বা পরে ওয়েলি স্ক্যাল্পের সমস্যা দেখা দেয়।

অনেকের ধারণা চুলে ওয়েল ম্যাসাজ করলে চুল তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। বরং অয়েল ম্যাসাজ করলে খুসকির সমস্যা দেখা দিতে পারে। তবে অয়েল ম্যাসাজ করলেও চুলের স্ক্যাল্পে অয়েল ব্যবহার করা যাবে না। অয়েলি স্ক্যাল্পের সমস্যা থাকলে অ্যাপেল সাইডার ভিনিগার বা অ্যালোভেরার সঙ্গে লাইন স্ক্যাল্পে লাগিয়ে তা ধুয়ে নিতে হবে। তাহলে এই সমস্যা অনেকটাই এড়িয়ে চলার যাবে।

চুলকে আরও মজবুত করতে কপিরাইট ট্রিটমেন্ট করা হয়। এই ট্রিটমেন্ট করার সময়ে প্রথমে শ্যাম্পু ব্যবহার করে চুল পরিস্কার করে নিতে হবে। তারপর চুলে হেয়ার স্পা স্মুদনিং ক্রিম ব্যবহার করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...