দীপাবলির সাজ হোক ব্রাইট আর গ্লোয়িং

দীপাবলি মানেই আলোর উৎসব। আলোর রঙে রঙিন চারপাশ। ঝলমলে উৎসবের মেজাজে সাজও চাই ঝকঝকে।    দীপাবলির মেকআপ হবে ব্রাইট গ্লোয়িং। অনেকের মনেই প্রশ্ন থাকে যে এই সময় চটজলদি মেকআপের মাধ্যমে কীভাবে সেজে উঠবেন, কীভাবেই বা ঝকঝকে হয়ে উঠবে ত্বক? চটজলদি মেকআপের মাধ্যমে নিজের ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পদ্ধতি দেখালেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আফরিন নাজ।

প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আফরিন নাজ বলেছেন, ব্রাইট ও গ্লোয়িং মেকআপের আগে অবশ্যই ত্বকের প্রিপারেশন করা খুব জরুরি। এছাড়াও বাজারে ত্বকের গ্লো বাড়ানোর জন্য কিছু মাস্ক সিট পাওয়া যায়। যা মেকআপের আগে ত্বকে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আইস কিউব আছে যা মেকআপের আগে ত্বকে ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতি মেনে চললে ত্বকের মেকআপ আরও বেশি গ্লো করবে।

এবার দীপাবলির সময়ে চটজলদি মেকআপ করার পদ্ধতি দেখাতে চলেছেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আফরিন নাজ।

প্রথমে মেকআপ করার আগে ত্বকের সিটিএম করে নিতে হবে। এবার বেস মেকআপ করার পর আই মেকআপের জন্য ক্রিজ লাইন করে নিতে হবে। ক্রিজ লাইনে ডার্ক কালার ব্যবহার করতে হবে। তারপর আই সেডো করতে হবে। আই সেডোর পর হাইলাইট করে নিতে হবে। এবার চোখের নীচের ডার্ক কালার ব্যবহার করে বডার লাইন করে নিতে হবে। তারপর চোখের উপর হাইলাইটার ব্যবহার করে মেকআপ আরও উজ্জ্বল করতে হবে। শেষে কাজল ব্যবহার করে চোখের উপরে নীচের বডার লাইন করে নিতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...