কানে সংক্রমণ এড়ান

কানে ব্যথা, কান টনটন, পুঁজ এ অতি চেনা সমস্যা। বর্ষাকাল এলে এই সমস্যা যেন আরও একটু বেড়ে যায়। বর্ষাকালে বিভিন্ন ধরনের সংক্রমণজনিত রোগ দেখা দেয়। যার মধ্যে অন্যতম হল কানে সংক্রমণ। সাধারণত জল জমে বা কানের ভিতর কোনও ক্ষত হলে ইয়ার ইনফেকশন দেখা যায়। কানে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়। কিন্তু কানে সংক্রমণের চিকিৎসা কী?

এই প্রশ্নের উত্তর দেবেন চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল পাল।

চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল পাল জানিয়েছেন, কানের তিনটি ভাগ হয়ে বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ।  কর্ণ ও মধ্য কর্ণেই বেশি ইনফেকশন হয়। আর এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি ইনফেকশন হয় বহিঃকর্ণে। ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের ফলে বহিঃকর্ণে ইনফেকশন দেখা দিতে পারে। আসলে কানের মধ্যে কিছু ময়লা জাতীয় কিছু ঢুকলেই এই ধরনের সমস্যায় পড়তে হয়। যেমন- কানে জল ঢুকে যাওয়া, কোনও কারণে কানের ভিতরে ক্ষত সৃষ্টি হওয়া। আর কানে ময়লা হওয়াটা খুবই সাধারণ ব্যাপার। আসলে কানের বহিঃকর্ণে এই ময়লার পরত তৈরি হয়। ময়লার আস্তরনই জীবাণু থেকে বাঁচায় বহিঃ কর্ণকে। এছাড়াও এই ময়লা পরিষ্কার করতে হয়ে না। নিজে থেকেই বেরিয়ে আসে এই ময়লা। তবে অনেকের ক্ষেত্রে এই ময়লা বেরোতে চায় না এবং বহুদিন জমে থাকার ফলে এই ময়লা শক্ত হয়ে কানের ভিতরে জমে যায়। এই সমস্যা হলেও নিজে পরিস্কার করা উচিত না। নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করলে ঐ ময়লার আস্তরন আবার নরম হয়ে যায়। তারপর চিকিৎসকের পরামর্শ নিয়ে ইয়ার ড্রপ ব্যবহার করলে ঐ ময়লা বেরিয়ে আসে।

ইয়ার ইনফেকশনের দু-তিনটে লক্ষণ রয়েছে। প্রথম, কানে ব্যথা হতে পারে। বিশেষ করে ব্যাকটেরিয়া ঘটিত কারণে ইনফেকশন হলেই কানের ভিতরে ব্যথা হয়। দ্বিতীয়, কানে একটা ব্লকেজ হবে। কানে একটা ভারি ভাব লাগবে। তৃতীয়, কান থেকে পুঁজ বের হয়। এই ধরনের ইনফেকশনের ব্যাপারে প্রথম থেকেই সচেতন না হলে করলে আরও বাড়তে পারে ও ছড়াতে পারে। কানের বহিঃকর্ণের ক্ষেত্রে বেশিরভাগ ইনফেকশন নিজে থেকে সেরে যায়। কিন্তু মধ্যকর্ণের ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। কানের নার্ভ ও ব্রেনে ছড়িয়ে যেতে পারে। মধ্য কর্ণের যে কোনও ইনফেকশনকে ওটাইটিস মিডিয়া বলে। এটি সাধারণত তিন ধরনের হয়ে। যার একটি হল অ্যাকুউটোটাইটিস মিডিয়া। সাধারণত শিশুদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। আর একটি হল ক্রনিকওটাইটিস মিডিয়া। ক্রনিকওটাইটিস মিডিয়া অনেক দিন ধরে চলে। অ্যাকুউটোটাইটিস মিডিয়া বেশিরভাগ ক্ষেত্রেই নিজে থেকে সেরে যায়। কিন্তু ক্রনিকওটাইটিস মিডিয়া খুব কম নিজে থেকে সারে।  চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়। তৃতীয়টি হল ওটাইটিস মিডিয়া উইথ এফিসিয়েন্সি। সাধারণত কানের ভিতরে সর্দি জমার ফলে এই সমস্যা হয়।

ইয়ার ইনফেকশন একজনের থেকে আর একজনের মধ্যে ছড়িয়ে পরার সম্ভাবনা নেই। বহিঃকর্ণে ইনফেকশন হলে কান পরিষ্কার করতে হবে। তবে তার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে। অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...