পুজোর ফ্যাশন নিয়ে টিপস দিলেন অভিনেত্রী পুলকিতা ঘোষ

শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর কাউন্টডাউন। পুজোর শপিং করতে যাওয়ার আগে জেনে নিন কী বলছে এবারের ফ্যাশন ট্রেন্ড। পুজোর ফ্যাশন নিয়ে টিপস দিলেন অভিনেত্রী পুলকিতা ঘোষ (Actress Pulokita Ghosh)

এবছর পুজো যেহেতু দেরীতে তাই আবহাওয়ায় ঠান্ডা ভাব থাকবেই। তাতে সাজগোজ করতে সুবিধা হবে। ফ্যাশনে এখন ইন ইন্দো ওয়েস্টার্ন। পুজোতে কিন্তু শাড়ি মাস্ট। যতই কাজের চাপ থাক পুজোর চারদিন সাজতেই হবে। ঠাকুর দেখতে যেতে হবে। আর এই সব কিছুর মধ্যে একটা চেষ্টা থাকে যাতে পুজোয় একটু আলাদা লাগে সব কিছুর মধ্যে।

পুজোর চারদিন সকাল-সন্ধ্যে নতুন নতুন সাজ, আর দশমীর দিন লাল পেড়ে গরদ। মায়ের সিঁদুর খেলা, ধুনুচি নাচ, বরণ এসব তো আছেই। এই সব কিছুরই জন্যই আগে থেকে প্ল্যান করে নিতে হবে।

ষষ্ঠীর সকালে অনেক কাজ কর্ম অফিস যাওয়া ইত্যাদি থাকেই। তাই সাজ হোক হাল্কা। সালোয়ার স্যুট, পালাজো, কুর্তি দিয়ে শুরু করা উচিত। আসতে আসতে গর্জাস হতে হতে নবমীতে ব্লাস্ট। অষ্টমীর সকালটা হাল্কা ভাবে শুরু করা যায়। রাতে ইন্দো ওয়েস্টার্ন পরলে ভাল হয়।

এবার পুজোয় কড সেট খুব ভাল চলছে। একটু লঙ টপ নিচে পেনসিল প্যান্টের মতো।

ষষ্ঠীর বিকেলে শাড়ি পরা যায়। আবহাওয়া, রোদ, জল ওয়েদার দেখে পরতে হবে। হ্যান্ডলুম পরা যেতে পারে।

অষ্টমীর রাতে হাল্কা কালারের ওপর এক্সপেরিমেন্ট করা যেতে পারে। বেজ কালারের শাড়ির সঙ্গে সঙ্গে প্রিন্টেড বেজ গোল্ডেন ব্লাউজ সেই দিয়ে নবমী সাজানো যায়।নবমীর রাতে পরা যেতে পারে কর্ড ড্রেস। পুজোয় পেনসিল হিল পরতেই হবে এমন কোনও কথা নেই। অল্প হিলের আরামদায়ক জুতো পরা। প্রতিটা ড্রেসের সঙ্গে আলাদা আলাদা জুতো কেনা সম্ভব নয়। একটা এথেনিক আর একটা ওয়েস্টার্ন হলেই হবে।

শাড়ির ট্রেন্ডে হ্যান্ডলুম কখনও আউট অফ ট্রেন্ড হয় না। সিল্ক, বিশেষ করে ব্যাঙ্গালোর সিল্কের এবছর খুব চাহিদা আছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...