এবারের দুর্গা পুজোয় কেমন হবে টিনএজারদের সাজ? টিনএজারদের পুজোর ট্রেন্ড মাতাচ্ছে আলিয়ার ‘হোয়াট ঝুমকা’

ষষ্ঠী থেকে বিজয়া দশমী-এবারের দুর্গা পুজোয় কেমন হবে টিনএজারদের সাজ? কী বলছে এবারের ফ্যাশন ট্রেন্ড? কলেজ ক্যাম্পাস থেকে পাড়ার প্যান্ডেল কীভাবে হয়ে উঠবে সেন্টার অফ অ্যাট্রাকশন, টিপস দিলেন ওয়ার্ল্ড সুপার মডেল ইন্ডিয়া’২৩ অনীশা ভারালাওয়ালা (Anisha Bharalawala, World Supermodel India’23) 

অনীশা জানিয়েছেন, লাইট মেকআপ ইন্দো-ওয়েস্টর্ন লুক এবারে ইন। রকি-রানীর 'হোয়াট ছুমকা'য় আলিয়ার লুক চলছে। এই সিনেমায় আলিয়া শাড়ি আর স্লিভলেস ব্লাউজ, বো ব্লাউজ, রাফালস স্লিভ, শার্টস ট্রেন্ডে ইন। পুজোর ফ্যাশনও আলিয়াই মাতাবেন। সাজ যথেষ্ট নয়, স্কিনটাই হল আসল ক্যানভাস। টিনএজ এমন একটা বয়স যখন স্কিনের খুব যত্ন প্রয়োজন হয়। হরমোনজনিত অনেক পরিবর্তন ঘটে এই সময়। ব্রণ, অ্যাকনের সমস্যা দেখা দেয়। সিটিএম করার পাশাপাশি অ্যালোভেরা বা নিমের কিছু প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে। স্কুল কলেজ যাওয়ার আগে সানস্ক্রিন খুব দরকার। এখন রোদের তেজ আর আবহাওয়ার এমন বদল ঘটেছে যে অত্যাধিক ঘাম আর রোদ থেকে বাঁচতে এটুকু যত্ন করতেই হবে।

দুর্গাপুজোর সকালগুলোতে রোদ-বৃষ্টির একটা খেলা চলে। যত ন্যুড বা ডিউই মেকআপ করা যায় তত ভাল। রাতে ডার্ক মেকআপ। তবে রাতে গরমের মধ্যে প্যান্ডেল হপিং-এর সময় খুব বেশি মেকআপ না করাই ভাল। চুল খোলা রাখার বদলে বেঁধে রাখলে সুবিধা। ঠাকুর দেখতে বেরিয়ে হিলের পরিবর্তে স্নিকার পরা বুদ্ধিমানের কাজ। শাড়ির সঙ্গে স্নিকার এখন ট্রেন্ডে ইন। সব ধরণের সাজের ক্ষেত্রেই কমফোর্ট হল প্রথম চাওয়া। করার পরিবর্তে নিজে যেটায় স্বছন্দ সেভাবেই সাজা উচিত। অষ্টমীর সাজ সব সময় ট্রাডিশনাল। মেকআপের আগে স্কিনে বরফ ঘষে নিলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়। দ্বিতীয় হল টোনার। টোনার খুব ভালভাবে লাগানো উচিত যাতে সমস্ত পোরস হাইড্রেটেড থাকে।

পুজোয় নতুন জুতো এড়িয়ে চলাই ভাল। নতুন জুতো পরে হাঁটলে অবধারিতভাবে ফোস্কার সম্ভাবনা থেকে যায় তাতে বাকি দিনগুলোয় প্যান্ডেল হপিং-এর আনন্দ মাটি হতে বাধ্য। পুজোর আগে রাতারাতি সুন্দর হতে গিয়ে নানা রকম প্রোডাক্ট ব্যবহার করলে তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকে যায়। তার চেয়ে ঘরোয়া উপায় অনেক ভাল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...