জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিল 'দমদম নরসিংহ এভিনিউ '।জিয়ো বাংলার ষ্টুডিও তে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ,কমিটির মেম্বার ,কালচারাল সেক্রেটারি। এবছরে তাদের ক্লাবটি ৬৭তম বর্ষে পদার্পন করলো। প্রথমের দিকে সাবেকি আনায় মায়ের আরাধনা করলেও বিগত ৬বছর ধরে তারা থিম পুজোর সাথে যুক্ত হয়েছেন ।এবছরে তাদের থিম 'ঠিকানা '।'পাখি থেকে শুরু করে মানুষ সকলেরই একটা ঠিকানা আছে ।সারা দিন পর একটা গন্তব্যে যাওয়ার ঠিকানাকে শিল্পী দিলীপ গুপ্ত দর্শকদের সামনে তুলে ধরেছেন। তাদের পুজোর একটা অভিনব দিক হলো মায়ের যেই মূর্তিটা আরাধনা করা হবে সেটি তৈরী করছেন কুমোরটুলির একজন নামি মহিলা শিল্পী কাকলি চক্রবর্তী। পুজোর দিনগুলোতে থাকছে নানা অনুষ্ঠান সাথেই থাকছে আড্ডা জোন ও সেলফি জোন। জোন গুলোতে থাকছে নানা প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানও। ১১ অক্টোবর উদ্বোধন হবে তাদের মণ্ডপটি উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন বৃদ্ধাশ্রমের বৃদ্ধারা। ঠিকানা কী এবং ঠিকানা সম্পর্কে জানতে হলে আস্তে হবে আপনাদের সঠিক ঠিকানায়। অষ্টমীর দিন থাকছে দর্শনার্থীদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা এবং নবমীর দিন থাকছে শীতল ভোগের ব্যবস্থা।