মডেল মানেই রোগা আর ছিপছিপে? এই ভাবনা এখন পুরনো। ফ্যাশনের সঙ্গে ওজনের সম্পর্ক নেই মোটেই। ঝড় তুলেছে প্লাস সাইজ ফ্যাশন। গঠন ‘প্লাস সাইজ’ হলে পোশাক বেছে নেওয়ার সময় কোন কোন দিক খেয়াল রাখা জরুরী, টিপস দিলেন ডিজাইনার আত্রেয়ী সেন (Atreyee sen, Designer)
আত্রেয়ী সেন জানিয়েছেন, এথেনিক, ওয়েস্টার্ন, ইন্দো ওয়েস্টার্ন যে কোনও ধরনের পোশাক পরতে পারেন প্লাস সাইজ মানুষরা। নারী এবং নির্বিশেষে। তবে যে পোশাকই পরুন না কেন আত্মবিশ্বাসই মূল কথা। হীনম্মন্যতা ছেড়ে ফেলে পোশাক, স্টাইল, ফ্যাশন চলাফেরায় আত্মবিশ্বাসী হয়ে উঠলে তিনি নজর কাড়তে বাধ্য। ওজন কোনো বাধা নয়। শরীর যদি ভিতর থেকে সুস্থ এবং শারীরিকভাবে স্বচ্ছন্দ থাকে তাহলে বাড়তি ওজন সমস্যায় ফেলে না।
অনেকেই ওজনের জন্য ঢিলেঢালা পোশাক পরে তাতে আরও বেশি স্থূল লাগে। তারা যদি স্লিমফিট, স্ট্রেট কাট, লং কামিজ জাতীয় পোশাক পরেন দেখতে ভাল লাগে।
প্লাস সাইজে ডার্ক কালার ভাল। যাদের গায়ের রঙ ফরসার দিকে তারা লাইট কালারও পরতে পপারেন। কটন, জর্জেট, তসর, হালকা সিল্ক মেটিরিয়াল ব্যবহার করা যায়। পেটে বাড়তি চর্বির সমস্যা থাকলে ‘এ’ লাইনের পরিবর্তে স্ট্রেটকাট পোশাক পরা যায়।