বেস মেকআপ ঠিক না হলে পুরো সাজটাই মাটি। কারণ বেস মেকআপ ঠিক না থাকলে মেকআপ ঠিকমতো বসবে না মুখে। তাই বেস মেকআপ যাতে নিখুঁত হয়, শুরু থেকেই সেদিকে নজর রাখা জরুরি। বেস মেকআপ করার সঠিক পদ্ধতি দেখালেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট শাহনীলা ফিরোজ।
প্রফেশনাল মেকআপ আর্টিস্ট শাহনীলা ফিরোজ বলেছেন, বেস মেকআপ করার আগে অবশ্যই স্কিন প্রিপারেশন করে নিতে হবে। মানে সি.টি.এম করে রাখতে হবে। যার যেমন স্কিন সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আমাদের যদি ওয়েলি ত্বক হয় তাহলে ওয়েল ফ্রী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। যদি ড্রাই স্কিন হয়ে তাহলে ওয়েলি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। আমাদের স্কিন ওয়েলি না ড্রাই তা বোঝার জন্য আমাদের দেখতে হবে স্কিন থেকে ওয়েল সিক্রেশন হয়ে কী না। ড্রাই স্কিন হলে ওয়েল সিক্রেশন কম হবে। তবে সেন্সিটিভ স্কিন হলে কোনও বিউটি প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। আর মেকআপ করার সময় যে কোনও প্রোডাক্ট ব্যবহার করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর পরের প্রোডাক্ট ব্যবহার করতে হবে।
মেকআপ করার আগে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। কারণ ময়েশ্চারাইজার ত্বকে ব্যবহার করলে মেকআপ তাড়াতাড়ি উঠে যাবে না। ময়েশ্চারাইজারের পর প্রাইমার ব্যবহার করতে হবে। এবার স্কিন কারেকশন করতে হবে। তারপর ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। ফাউন্ডেশনের পর কনসিলার লাগিয়ে নিতে হবে। শেষে ব্লাশার ব্যবহার করতে হবে। মেকআপ সেট করার জন্য সেটিং স্প্রে ব্যবহার করতে হবে।