বাড়ছে ভাইরাল ফিভারের প্রকোপ, জ্বর হলে কী করবেন?

প্রকোপ বেড়েছে ভাইরাল জ্বরের। ওমিক্রনের মতোই এই ভাইরাল ফিভারেরও কোনও উপসর্গ নেই। কিন্তু জ্বর সেরে যাওয়ার পরেও থেকে যাচ্ছে কিছু শারীরিক সমস্যার। তাই এই ধরনের ভাইরাল ফিভার হলে কী করবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম কে গুপ্ত।
 
ডাঃ এম কে গুপ্ত বলেছেন, কোভিডকে আমারা এখনও পিছনে ফেলে আসিনি। কোভিড এখনও আমাদের মধ্যেই আছে। এই সময়ে অনেকের গা, হাত, পা ব্যথা ও জ্বর হচ্ছে। এটা কোভিড বা অন্য ভাইরাল ফিভারও হতে পারে। তাই দুই দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই একটা কোভিড টেস্ট করে নেওয়া উচিত। প্রথম দিকে শিশুদের মধ্যে কোভিডের তেমন কোনও এফেক্ট দেখা যায়নি।  এখন সাধারণ ভাইরাল ফিভারের মতোই হয়ে গিয়েছে কোভিড। শিশুদের যদি কোভিড বা ভাইরাল ফিভার হয়ে তাহলে প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কোনও ওষুধ ব্যবহার করা যাবে না।

তবে যদি অ্যাকিউর ভাইরাল ফিভার হয়ে তাহলে লিভার, কিডনি ও ব্রেনের উপর এফেক্ট ফেলবে। ক্রোনিক্যাল ভাইরাল ফিভার হলে ভাইরাসটা কোভিডের মতো ছাপও ফেলে যেতে পারে। যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ভাইরাল ফিভার হলে বেশি করে জল খেতে হবে। এমন খাবার খাওয়া উচিত যা তাড়াতাড়ি হজম হয় যায়। কিন্তু জ্বর যদি এক-দুই দিনের বেশি স্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জ্বর সেরে যাওয়ার পরেও সর্দি-কাশি সমস্যা থেকে যায়। তাই এই সময় ইমিউনিটি বাড়ানোর জন্য ফল ও স্যালাড  খাওয়া যেতে পারে। গরম জলে গার্গল করা যেতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও অ্যান্টি বায়োটিক বা কাফ সিরাপ ব্যবহার করা যাবে না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...