Diwali Makeup 2024: দীপাবলির ট্রেন্ডে কোন লুক ইন?

দিওয়ালির সাজ কেমন হবে? দীপাবলির ট্রেন্ডে কোন লুক ইন? জমকালো নাকি হাল্কা, কেমন হবে মেকআপ? টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বীথিকা বেনিয়া (Bithika Benia, Professional Makeup Artist)

দিওয়ালি লুক:
দিওয়ালি স্পেশাল সাজে এই বছর ট্রেন্ডে চলছে, নিউড আইমেকআপ, অল্প মাস্কারা ও সাথে বোল্ড লিপস্টিপ।

সিলভার বা রুপোলি শেডের পোশাকের সাথে রুবিক, মেরুন অথবা পিচ রঙের লিপস্টিক খুব ভালো মানাবে। অন্যদিকে গোল্ড বা সোনালী শেডের পোশাক পড়লে লাল, গোলাপি বা নিউড গোলাপি রঙের লিপস্টিক ভালো লাগবে।

এছাড়াও ব্লাশের ক্ষেত্রে এমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে যা মেকআপ হাইলাইট করবে। সবসময় এটা জরুরি নয় যে সেটা খুব রঙিন হতে হবে, কিন্তু ত্বক হাইলাইট করা খুব জরুরি।

কিন্তু মাথায় রাখতে হবে, পোশাক, স্কিন টোন ও ওয়েদারের উপর নির্ভর করে নিজের মেকআপ লুক বেছে নিতে হবে।

তৈলাক্ত ত্বকের মেকআপ টিপস:

তৈলাক্ত ত্বক সারাদিনের প্রচুর পরিমাণে অয়েল উৎপাদন করে। তাই সারাদিনের মেকআপের ক্ষেত্রে অয়েল বেস ময়েশ্চারাইজার প্রাইমার হিসাবে ব্যবহার না করাই ভালো। আর বদলে ওয়াটার বেস ময়েশ্চারাইজার প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারেন।

এবং একটা কথা মাথায় রাখতে হবে, স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করার পরে পাউডার দিয়ে মেকআপ ফিক্সড করতে হবে। এর ফলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।

মেকআপ দীর্ঘস্থায়ী হবে কীভাবে?

প্রতিদিনের মেকাপের ক্ষেত্রে কম্প্যাক্ট বেস ফাউন্ডেশন ব্যবহার করা উচিত। এটি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়। কিন্তু যদি কেউ এই প্রডাক্ট ব্যবহার করতে না চান, তবে ফাউন্ডেশন ব্যবহার করার পর মেকআপ পাউডার দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। এছাড়াও মেকআপ ফিক্সার দিয়ে মেকআপ সেট করলে, সেটি অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয়।

তবে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অয়েলি বেস মেকআপ ফিক্সার ব্যবহার করা উচিত নয়। সেটি ত্বক আরও তৈলাক্ত করে দেয়। এর পরিবর্তে ওয়াটার বেস মেকআপ ফিক্সার ব্যবহার করতে হবে।

দর্শকদের প্রশ্ন:

ড্রেসের সাথে মেকআপ কেমন হওয়া উচিত?

নিজের পছন্দ অনুযায়ী যেকোন সাজই সেরা তাই। সাজ ও পোশাকের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখতে হবে। তাহলেই আপনি হয়ে উঠবেন অনন্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...