Diwali Fashion Look: এ বছর দীপাবলির লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড কী?

এ বছর দীপাবলির লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড কী? দীপাবলির সাজে ইন্দো-ওয়েস্টার্ন স্টাইল কী ভাবে আনবেন? চেনা এথেনিক লুকে নতুনত্ব আনার উপায় কী? কী ভাবে সাজবেন, টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার হিনা গরসিয়া (Heena Gorsia, Fashion Designer)

 

হাইলাইটসঃ
১। এ বছর দীপাবলির লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড কী?
২। দীপাবলিতে হালকা সাজ কেমন হবে?
৩। অনলাইন শপিং-এ পোশাকের সাইজ বুঝবেন কীভাবে?

 

দীপাবলি স্পেশাল লুক কেমন হবে?

বিশেষ সাজের কথায় প্রথমেই খেয়াল রাখতে হবে নিজের সাচ্ছন্দ্যের উপর। যেকোনো সাজই হয়ে উঠতে পারে স্পেশাল যদি সেই সাজ পোশাকে আপনি স্বাচ্ছন্দ্য ও আরাম বোধ করেন।

ওয়েস্টার্ন, ইন্ডিয়ান অথবা ইন্দো-ওয়েস্টার্ন - প্রতি মুহূর্তে ফ্যাশন ট্রেন্ড বদল হচ্ছে। তাই তার সাথে সামঞ্জস্য রেখে আপনি সেজে উঠতে পারেন। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেই পোশাক যেন আপনার জন্য আরামদায়ক হয়।

দীপাবলিতে বেশিরভাগ মানুষই সাজের ক্ষেত্রে ট্রাডিশনাল শাড়ি বা লেহেঙ্গা পছন্দ করেন। কিন্তু দীপাবলিস্পেশাল লুকে আপনি জিন্সও পড়তে পারেন। তার সাথে এথনিক টপ দীপাবলি লুককে পরিপূর্ণতা দেবে। এর সাথে বড় কানের দুল পড়া যেতে পারে। এমনকি জুয়েলারির সাথে পোশাক কন্ট্রাস্ট করে পড়া যেতে পারে।

দীপাবলিতে হালকা সাজ কেমন হবে?

২০২৪ সালে দীপাবলি পোশাকের ট্রেন্ডিং রঙগুলি হল - সোনালী, সবুজ, মেরুন, গোলাপি ও কমলা।

তাই যারা হালকা সাজ পছন্দ করেন, তারা এই সমস্ত রঙের পোশাক পরিধান করতে পারেন। এছাড়াও বেজ কালার এই দীপাবলিতে খুব ট্রেন্ডিং। হালকা কালারের রং -এর উপরে সুতো দিয়ে এমব্রয়ডারি কল্কা খুব ভালো লাগবে।

এই পোশাকের সাথে অল্প সাজ, কাজল ও টিপ পড়লে খুব সুন্দর মানাবে।

দর্শকদের প্রশ্ন:

অনলাইন শপিং-এ পোশাকের সাইজ বুঝবেন কীভাবে?

অনলাইন শপিং এর ক্ষেত্রে পোশাকের সাইজ বোঝাটা খুব সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এর একটি সহজ সমাধান রয়েছে। এর জন্য প্রথমেই আপনাকে আপনার পোশাকের সঠিক মাপ জানতে হবে ও ব্র্যান্ডেড পোশাকের তুলনায় সেই মাপ পরিমাপ করতে হবে। এরপর সেই ব্র্যান্ডেড পোশাকের মাপ অনুযায়ী অনলাইন শপিং -এর অন্যান্য পোশাকের মাপ পরিমাপ করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...