চিঠির গল্প বলবে ‘ডাকঘর’

আসছে নতুন ওয়েব সিরিজ 'ডাকঘর' । সিরিজের কেন্দ্রে এক অখ্যাত গ্রাম হাগদা আর গ্রামের পোসট অফিস। অনেকদিন ধরে বন্ধ  গ্রামে এসেছে নতুন এক পোস্ট মাস্টার। তাকে ঘিরেই এগোয় গল্প।  পোস্ট মাস্টার আর চিঠির গল্প নিয়ে সিরিজ।  মুখ্যচরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়, সুহোত্র মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিকদের প্রমুখ অভিনেতা। এই প্রথম ওয়েব সিরিজ়ে জুটি বেঁধেছেন দিতিপ্রিয়া রায় এবং সুহোত্র মুখোপাধ্যায়।দিতিপ্রিয়া এখানে ‘মঞ্জরী’। পোস্টমাস্টারের দামোদর দাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। দামোদরের ভূমিকায় সুহোত্র মুখোপাধ্যায়।

 'ডাকঘর'-এর গল্প লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। পরিচালনায় অভ্রজিৎ সেন। ভ্যালেন্টাইন সপ্তাহে রিলিজ করেছে সিরিজের ট্রেলার। সিরিজ আসছে ২৪ ফেব্রুয়ারি।

‘ডাকঘর’ –এর নাম শুনে রবি ঠাকুরের ‘ডাকঘর’ বা ‘পোস্ট মাস্টার’ কাহিনির কথা মনে পড়লেও এই ‘ডাকঘর’ কোনও কিছুর দ্বারা প্রভাবিত নয়, সম্পূর্ণ মৌলিক কাহিনি। শহর থেকে অনেক দূরের এক সহজ সরল গ্রাম আর সেখানকার মানুষজনের জীবন নিয়ে আবর্তিত হয়েছে।

পরিচালক অভ্রজিৎ সেনের এটি প্রথম ওয়েব সিরিজ। সৃজিত মুখোপাধ্যায় ও অঞ্জন দত্তের সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন অতীতে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...