ছোটবেলায় এক দুর্ঘটনায় গুরুতর আহত হয় রূপসা। তারপর থেকে হুইলচেয়ারই একমাত্র সঙ্গী হয় ওঠে তার। কিন্তু বাবা-মায়ের মৃত্যুর পর রূপসার দেখাশোনার সব দায়িত্ব নেওয়ার জন্য সব সময় তার পাশে ছিল অজয়। এই রূপসা ও অজয় হলেন পরিচালক সায়ন বসু চৌধুরীর নতুন ছবি 'ভোরের আলো'র মুখ্য দুই চরিত্রে। গল্পের রূপসা ও অজয়ের মাঝে হঠাৎ একদিন চলে আসে অন্য একটি মেয়ে। অজয়ের কাছে গিটার শিখতে আসে মেয়েটি, নাম নিরুপমা। যদিও শেষপর্যন্ত অজয় জানায় রূপসাই তার প্রেম। তাই অন্য কাউকে নিয়ে ভাবতে চায় না সে। কিন্তু কীভাবে সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে তাদের প্রেম? জানতে দেখতে হবে এই ছবিটি। ছবির রূপসা হলেন অভিনেত্রী পায়েল সরকার ও অজয় হলেন সোমরাজ মাইতি। প্রথমবার বড় পর্দায় পায়েল সরকারের বিপরীতে দেখা যাবে সোমরাজকে। সম্প্রতি ছবির লুক টেস্টে পৌঁছে গিয়েছিলেন জিয়ো বাংলার প্রতিনিধি। সেটে উপস্থিত ছিলেন সোমরাজ মাইতি, পায়েল সরকার ছাড়াও বাকি কলাকুশলীরা।
ছবিতে পায়েল সরকার ও সোমরাজ মাইতি ছাড়াও আছেন প্রিয়াঙ্কা। এই ছবি ও তার চরিত্র সম্পর্কে জানিয়েছেন জিয়ো বাংলার প্রতিনিধিকে। তিনি জানিয়েছেন," মফস্বলের একটি প্রেমের গল্প দেখানো হয়েছে এই ছবিতে। শহরে যে সব প্রেমের গল্প শুনি সেগুলোর চেয়ে সেখানকার গল্পগুলো আরও বেশি আকর্ষণীয় হয়। তাই এই প্রেমের গল্পে কী হয় কী কী ঘটনা ঘটে? এই সব কিছু নিয়েই ছবি।"