সন্ধিতে ‘সন্ধি’

 দেবী পক্ষের সময় আগত। তাই প্রত্যেকটি ক্লাব এখন ব্যাস্ত তাদের পুজো নিয়ে। জোড়কদমে চলছে শেষ মূহুর্তের কাজ। এই ব্যাস্ততার ফাঁকে জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮-র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকুড়িয়া প্রগতী সংঘ ক্লাবের সদস্যরা।উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম কোষাধক্ষ বিক্রম মিত্র, সদস্য অন্তরা মিত্র ও থিম শিল্পী অভিক বড়াল। সঞ্চালক শুভ সাথে তাদের পুজোর বিষয় জানলাম আমরাও। ১৯৬২ সালে শুরু হয় তাদের পুজো। প্রথমে সাবেকি পুজো হলেও পরবর্তী কালে সেরা পুজোর দৌড়ে টিকে থাকতে তারা চলে আসেন থিম পুজোতে। ৫৬ তম বর্ষে তাদের থিম ‘সন্ধি’। শিল্পীর মতে দূর্গা পুজোয় যেমন সন্ধি পুজো থাকে, ঠিক তেমনি তার পুজো তেও তিনি সব ধরনের মানুষের মধ্যে সন্ধি অর্থাৎ মিলন ঘটাতে চেয়েছেন। বকোষাধক্ষ বিক্রম মিত্র জানান প্রগতি সংঘের এই পুজো তে নবীন প্রজন্মের সহযোগিতা অত্যন্ত বেশি, সেই সঙ্গে রয়েছে মহিলা সদস্যদের অবদান। তার কথায় পাড়ার সকলের অক্লান্ত পরিশ্রমের ফলাফলই হল ঢাকুড়িয়া প্রগতী সংঘের পুজো।

এটা শেয়ার করতে পারো

...

Loading...