নৃত্যের ছন্দে অমলা স্মরণ, আয়োজনে কন্যা মমতা

নৃত্যশিল্পী অমলা শঙ্করের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হল দু’দিন ব্যাপি উৎসব। আয়োজনে কন্যা মমতা শঙ্কর ও তাঁর সংস্থা। প্রথম দিন ইজেডসিসি’এবং দ্বিতীয় দিন মধুসূদন মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বহু বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

অনুষ্ঠানের নৃত্য পরিবেশনা করেছেন মমতা শঙ্কর ও তাঁর সংস্থা। উৎসব প্রসঙ্গে মমতা শঙ্কর জানান,  মা অমলা শঙ্করের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অমলা শঙ্করের কল্পনা থেকে কিছু ভিডিয়ো ক্লিপিং হয়। প্রথমে 'মিসিং ইউ' বলে যে নৃত্যানুষ্ঠানটি দেখানো হয়েছে তার কোরিয়োগ্ৰাফি করেছিলেন স্বয়ং অমলা শঙ্কর। উৎসব জুড়ে ছিলেন অমলা শংকর এবং উদয় শংকর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...