গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে.....
প্রকৃতির নিয়ম স্খলন হয় না কখনও। নিজের নিয়মে দিন-রাত হয়, সূর্য ওঠে-অস্ত যায়। তেমনই নিয়মিত জোয়ার-ভাটা হয় সাগরে। কিন্তু এই প্রতিকূলতা পেরিয়েও এগিয়ে যেতে হয় মাঝি, জেলেদের। তাদের জীবিকা যে এই সাগর কেন্দ্রীক। এতদিন চোখে পড়েছে তাদের নিয়ে বাঁধা গানে ও গল্প। এবার এক নতুন আঙ্গীকে তাদেরই একজনের জীবনের যাত্রার ছবি ধরা পড়বে এক অন্য শিল্পে। জিয়ো বাংলার হাত ধরে পাওয়া গেল অমনই তথ্য। ৮৩তম বর্ষে পদার্পণ করছে দক্ষিণ কোলকাতার তরুণ সঙ্ঘের পুজো। এই বছর তাদের থিম আনন্দধাম। থিমের নেপথ্যে রয়েছেন একজন আনন্দ নামে এক জেলের জীবন কাহিনী। জিয়ো বাংলার স্টুডিওয়ে এসে সঞ্চালিকা মনীষার সঙ্গে পুজো নিয়ে নানা কথা ভাগ করে নিলেন পুজো কমিটির সদস্য সহেলি ঘোষ ,শ্রেষ্ঠা কর, পৌষালী সরকার।