অভিনেত্রী বৃষ্টি রায়ের সামার স্কিন কেয়ার টিপস

চরম গরমে ত্বকের যত্ন নেবেন কীভাবে? কীভাবে ভরা গ্রীষ্মেও ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল? সামার কেয়ার টিপস দিলেন অভিনেত্রী বৃষ্টি রায়(Brishti Roy, Actress)

অভিনেত্রী বৃষ্টি রায় ত্বক সুস্থ রাখতে বাজারের পণ্যের তুলনায় ঘরোয়া টোটকাতেই বেশি বিশ্বাসী। শুধু গ্রীষ্ম বলে নয়, সারাবছরই। তবে আউটডোরে শ্যুটিং পড়লে তখন পণ্যই ভরসা। ঝাড়খণ্ডের কড়া গরমে স্কিনে ট্যান পড়লে তাঁর কাছে ট্যান রিমুভের সোজা উপায় দুধ ব্যসন আর হলুদ।  গরমে বাইরে বেরতে সানস্ক্রিন মাস্ট!

ক্লিনিং, সানস্ক্রিন আর ময়েশ্চারাইজিং তাঁর প্রতিদিনের রুটিন। গরমে হাইড্রেড থাকতে প্রচুর জল খাওয়ার দরকার। জল, ফল ছাড়াও তাঁর গরমের সঙ্গী টকদই। দই খাওয়ার সঙ্গে সঙ্গে টকদই মুখেই লাগালে তা ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনে।

ত্বক নিয়ে খুব বেশি জেরবার থাকতে ভালোবাসেন না। আটপৌরে ঘরোয়া টোটকা তাঁর উজ্জ্বল ত্বকের রহস্য। অভিনয়ের প্রয়োজনে মেকআপ করতে হলেও ব্যক্তিগত জীবনে মেকআপে খুব বেশি সময় দেওয়ার চেয়ে ঝরঝরে স্নিগ্ধ আর সতেজ ত্বক তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। কাজল আর পারফিউম এই তাঁর সাজের অঙ্গ। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...